ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

ট্রাম্পের আচরণে চটেছেন নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
ট্রাম্পের আচরণে চটেছেন নাদাল ট্রাম্প ও নাদাল-ছবি:সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের ওপর বেজায় চটেছেন টেনিস তারকা রাফায়েল নাদাল। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এ ব্যক্তির বেফাঁস মন্তব্যের কারণেই মুখ বাঁকা করেছেন স্প্যানিশ নাম্বার ওয়ান। ট্রাম্পের বিরুদ্ধে এবার মুখ খুললেন নাদাল।

এর আগে ট্রাম্পের আপত্তিকর মন্তব্য নিয়ে সমালোচনায় মুখর ছিলেন হলিউড থেকে শুরু করে ক্রীড়া বিশ্বের তারকারা। যেখানে বাদ যাননি মেরিল স্ট্রিপ থেকে রবার্ট ডি নিরো’র মতো হলিউডের প্রখ্যাত ব্যক্তিত্বরা।

 

ট্রাম্প যেভাবে কথা বলেন, সেটা তিনি পছন্দ করেন না। এমনটি জানিয়ে স্পেনের এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে নাদাল বলেন, ‘প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ট্রাম্প যখন প্রচারে নেমেছিলেন, সে সময় আমি যুক্তরাষ্ট্রেই ছিলাম। উনি হয়তো এমনই উদ্ধতভাবে কথা বলতে ভালবাসেন, কিন্তু আমি সেটাকে কখনই অনুমোদন করি না। তার ভঙ্গিটা পছন্দ হয়নি। ’ 

টেনিসের সাবেক বিশ্বসেরা নাদাল আরও বলেন, ‘আমি কথা বলার সময় বিনীত থাকার চেষ্টা করি। তাই হয়তো ট্রাম্পের কথা বলার ধরন পছন্দ হয়নি। ’

তবে শুধু ট্রাম্প বলেই নয়। নাদাল হতাশ তার দেশ স্পেনের রাজনৈতিক অস্থিরতা নিয়েও। তিনি বলেন, ‘স্পেনের নাগরিক হিসেবে আমিও দেশের উন্নয়নের সঙ্গে সাধারণ মানুষের উজ্জ্বল ভবিষ্যতের ছবি দেখি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমার দেশের রাজনীতিও ক্রমশ জটিল এবং হাস্যকর হয়ে পড়ছে। তবে আমি রাজনৈতিক মতপার্থক্য থাকা স্বাস্থ্যকর বলে মনে করি। ’

এদিকে সোমবার থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেন নিয়েও নকশা তৈরি করে ফেলেছেন নাদাল। তিনি জানান, ‘কবজির চোট নেই এই মুহূর্তে। আমার লক্ষ্য চোটমুক্ত থেকে প্রত্যেকটি ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়া। ’

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ১৫ জানুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ