ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

জয়ে শুরু অ্যান্ডি মারের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
জয়ে শুরু অ্যান্ডি মারের অস্ট্রেলিয়ান ওপেনে জয়ে শুরু অ্যান্ডি মারের/ছবি: সংগৃহীত

ওয়ার্ল্ড নাম্বার ওয়ান হিসেবে প্রথমবারের মতো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট খেলছেন অ্যান্ডি মারে। অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে সরাসরি সেটে জিতলেও প্রথম দুই সেটে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে‌ই পড়েন ব্রিটিশ সেনসেশন।

বছরের প্রথম গ্র্যান্ড স্লাম ইভেন্টটিতে পাঁচবার ফাইনাল খেলেও শিরোপার স্বাদ পাননি মারে। ক্যারিয়ারের সেরা সময়ে অধরা ট্রফি জয় ভিন্ন কিছুই ভাবছেন না রিও অলিম্পিক হিরো।

অস্ট্রেলিয়ান ওপেনের ১০৫তম আসরে অপেক্ষার প্রহর শেষ হবে কিনা তা অনেক দূরের কথা! শুরুটা হয়েছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়ে।

ইউক্রেনের ইলায়া মার্চেনকোর বিপক্ষে প্রথম সেটে ৭-৫ গেমের জয় পান মারে। দ্বিতীয় সেট সেটিকেও ছাড়িয়ে যায়। টাইব্রেকারে ৭-৬ (৭-৫) গেমের জয়ে স্বস্তির নিঃশ্বাসই ফেলেন বর্তমান বিশ্বসেরা। পুরো ম্যাচের ব্যাপ্তি ২ ঘণ্টা ৪৬ মিনিট।

এরপরই যেন টনক নড়ে মারের। তৃতীয় সেটে স্বরূপে ফেরেন তিনবারের ব্যালন ডি’অর জয়ী। ৬-২ গেমের দাপুটে জয়ে কোর্ট ছাড়েন ২৯ বছর বয়সী এ টেনিস আইকন। দ্বিতীয় রাউন্ডের প্রতিপক্ষ রাশিয়ান আন্দ্রে রুবলেভ। যিনি চাইনিজ তাইপের লু ইয়েন সুনকে ৪-৬, ৬-৩, ৭-৬ (৭-০), ৬-৩ গেমে হারিয়ে প্রথম রাউন্ডের বাধা পার করেন।

প্রসঙ্গত, পুরুষ এককে এখনো কোর্টে নামেননি তিন টেনিস সুপারস্টার নোভাক জোকোভিচ, রজার ফেদেরার ও রাফায়েল নাদাল। তিনজনের প্রথম রাউন্ডের সূচি দেওয়া হলো:

ফেদেরার - সোমবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৪টায় খেলা শুরু হবে। প্রতিপক্ষ অস্ট্রিয়ান জার্গেন মেলজার।

নাদাল - মঙ্গলবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ সময় সকাল ১০টা। প্রতিপক্ষ জার্মানির ফ্লোরিয়ান মায়ার।

জোকোভিচ - মঙ্গলবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টা। প্রতিপক্ষ স্প্যানিশ ফার্নান্দো ভার্ডাস্কো।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ১৬ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ