ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

সেরেনার শুভ সূচনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
সেরেনার শুভ সূচনা সেরেনা উইলিয়ামস-ছবি:সংগৃহীত

বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের শুরুটা দারুণ করলেন সেরেনা উইলিয়ামস। প্রতিবারের মতো এ আসরে নিজের আধিপত্য ধরে রাখলেন টেনিসের দুই নম্বর এ নারী। অবশ্য সেরেনার সামনে এদিন প্রতিপক্ষ হিসেবে ছিলেন ৫৯ নম্বরে থাকা বেলিন্ডা বেনসিস।

প্রথম দুই সেট জেতা সেরেনা এদিন সময় নেন ১ ঘণ্টা ১৯ মিনিট। প্রথম সেটে অবশ্য কিছুটা লড়াই করেন।

জেতেন ৬-৪ গেমে। তবে দ্বিতীয় সেটে ৬-১ ব্যবধানে উড়িয়ে দেন সুইস প্রতিপক্ষকে। এ নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে ৬৫-১ ব্যবধানে এগিয়ে রইলেন যুক্তরাষ্ট্রের এ তারকা।

এদিন সহজ জয়ের পরও সেরেনা বলছেন অন্য কথা, ‘সে সম্প্রতি সেরা দশে ছিল। তাই প্রথম রাউন্ডের ম্যাচ হিসেবে খেলাটি আমার কাছে কঠিন ছিল। তবে শেষ পর্যন্ত জয়টি নিজের করে নিতে পেরেছি। ’ 

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, ১৭ জানুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ