ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

দ্বিতীয় রাউন্ডেই অঘটনের শিকার জোকোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
দ্বিতীয় রাউন্ডেই অঘটনের শিকার জোকোভিচ জোকোভিচ ও স্তোমিন-ছবি:সংগৃহীত

অস্ট্রেলিয়ান ওপেনে দ্বিতীয় রাউন্ডেই অঘটনের শিকার হলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। তাও আবার বাদ পড়েছেন টেনিসের ১১৭ নম্বর খেলোয়াড় ডেনিস স্তোমিনের বিপক্ষে। ফলে আসরের শুরুতেই রং বিবর্ণ হয়ে গেল।

চলতি আসরে উজবেকিস্তানের স্তোমিন সরাসরি সুযোগ পাননি। টুর্নামেন্টে অংশগ্রহনের জন্য তাকে ওয়াইল্ড কার্ড নিয়ে আসতে হয়েছে।

তবে বিশ্বের দুই নম্বর তারকা জোকোভিচ শেষ পর্যন্ত লড়াই করেও পাঁচ সেটের খেলায় হেরে বসেন।  

এদিন প্রথম সেটে ঘাম ঝড়িয়ে ৭-৬ গেমে সার্বিয়ান তারকা জোকোভিচ হেরে যান। তবে পরের দুই সেটে ৫-৭ ও ২-৬ গেমে জিতে লিড নেন। কিন্তু শেষ দুই সেটে ৭-৬ ও ৬-৪ গেমে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন।

১২টি গ্র্যান্ডস্ল্যামের মালিক জোকোভিচ গত বছর অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর জেতেন প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেনও জেতে। তবে এরপর থেকেই খারাপ সময় শুরু হয় তার। বাজে পারফর্মের কারণে শেষ পর্যন্ত নিজের শীর্ষস্থানটি হারাতে হয় অ্যান্ডি মারের কাছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ১৯ জানুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ