ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

কষ্টার্জিত জয়ে কোয়ার্টারে সেরেনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
কষ্টার্জিত জয়ে কোয়ার্টারে সেরেনা কোয়ার্টারে সেরেনা-ছবি:সংগৃহীত

অস্ট্রেলিয়ান ওপেনে কষ্টার্জিত জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন সেরেনা উইলিয়ামস। চেক প্রজাতন্ত্রের বারবোরা স্ট্রাইকোভার বিপক্ষে সরাসরি সেটে জিতলেও কোর্টে বেশ ঘাম ঝরাতে হয় নারী টেনিসের দুই নম্বর এ তারকাকে।

রড লেভার অ্যারিনায় প্রথম সেটে ৭-৫ গেমে জয় পান ২২টি গ্র্যান্ডস্ল্যামের মালিক সেরেনা। তবে দ্বিতীয় সেটে কিছুটা সহজেই জয় তুলে নেন তিনি।

৬-৪ গেমে জিতে শেষে ষোলোর এ খেলায় উতরে যান।

বছরের প্রথম এ আসরে জয় পেলে সেরেনা নিজের ঘরে ২৩তম গ্র্যান্ডস্ল্যাম ট্রফি তুলবেন। আর অস্ট্রেলিয়ান ওপেনে হবে সপ্তম শিরোপা। পাশাপাশি চতুর্থ রাউন্ডে শীর্ষ তারকা অ্যাঞ্জেলিক কেরবার বিদায় নেওয়ায় এবারের আসর জিতে আবারও এক নম্বর হওয়ার সুযোগ থাকছে সেরেনার সামনে।

সেরেনা সর্বশেষ ২০১৫ সালে অস্ট্রেলিয়ান ওপেনে শিরোপা জিতেছিলেন। তবে ২০১৬ সাল থেকেই ফর্ম কিছুটা পড়তির দিকে যেতে থাকে। ফলে এক উইম্বলডন ট্রফি ছাড়া জেতা হয়নি আর কোনো গ্র্যান্ডস্ল্যাম। এছাড়া জার্মানির কেরবারের কাছে শীর্ষস্থানও হারাতে হয় তাকে।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, ২৩ জানুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ