ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

১৪ বছর পর সেমিফাইনালে ভেনাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
১৪ বছর পর সেমিফাইনালে ভেনাস ভেনাস-ছবি:সংগৃহীত

এবারের অস্ট্রেলিয়ান ওপেনে বুড়োদের জয়-জয়কার চলছে। এরই ধারাবাহিকতায় নারী টেনিসে সাবেক নাম্বার ওয়ান ভেনাস উইলিয়ামসও সেই পথেই হাঁটলেন। কোয়ার্টার ফাইনালে ২৪তম বাছাই আনাস্তাসিয়া পাভলুচেনকোভার বিপক্ষে জিতে বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যামের সেমিফাইনাল নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের এ তারকা। যা কিনা গত ১৪ বছরে প্রথম।

মেলবোর্ন পার্কে সাতটি গ্র্যান্ডস্ল্যামের মালিক ভেনাস এদিন প্রথম সেটটি ৬-৪ গেমে জিতে নেন। তবে দ্বিতীয় সেটটি টাইব্রেকারে ৭-৬ গেমে জিতে শেষ চার নিশ্চিত করেন।

মেলবোর্নে এটি তার ক্যারিয়ারের ৫০তম জয়। এর আগে ২০০৩ সালে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল খেললেও শিরোপা জেতা হয়নি ভেনাসের।

সর্বশেষ তিনটি মেজর টুর্নামেন্টে দ্বিতীয়বার সেমিফাইনালে উঠলেন ৩৬ বছর বয়সী ভেনাস। অথচ গত ছয় বছরে শেষ চারের কোনো ম্যাচে উত্তীর্ণ হতে পারেননি তিনি। সব মিলিয়ে ২১টি শেষ চারের ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করলেন ভেনাস।

সেমিফাইনালে ভেনাস খেলবেন কোকো ভানদেওয়েগের বিপক্ষে। গত ফ্রেঞ্চ ওপেন জয়ী গারবিন মুগুরুজার বিপক্ষে ৬-৪ ও ৬-০ গেমে জিতে শেষ চার নিশ্চিত হয় ভানদেওয়েগের।

চলতি অস্ট্রেলিয়ান ওপেনে বেশ কয়েকটি অঘটন দেখেছে টেনিস বিশ্ব। ইতোমধ্যে মেয়েদের শীর্ষ তারকা জার্মানির অ্যাঞ্জেলিক কেরবার আসর থেকে বিদায় নিয়েছেন। পুরুষ টেনিসেও ছিটকে গেছেন শীর্ষ দুই তারকা অ্যান্ডি মারে ও নোভাক জোকোভিচ। তবে কোয়ার্টারে জায়াগা করে নিয়েছেন দুই বুড়ো রজার ফেদেরার ও রাফায়েল নাদাল।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ২৪ জানুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ