ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

টেনিস

অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে ফেদেরার রজার ফেদেরার/ছবি: সংগৃহীত

বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করেছেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান রজার ফেদেরার। চোট কাটিয়ে দীর্ঘ ছয় মাস পর কোর্টে ফেরা সুইজারল্যান্ডের তারকা ফেদেরার ৯২ মিনিটের লড়াই শেষে হারিয়ে দেন মিশা জারেভকে।

সরাসরি তিন সেটে জয় পান ফেদেরার। মেলবোর্নে ৬-১, ৭-৫ আর ৬-২ গেমে হারান জার্মান তারকা জারেভকে।

বিশ্ব র‌্যাংকিংয়ের এক নম্বর খেলোয়াড় অ্যান্ডি মারেকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছিলেনফাইনালে ওঠার লড়াইয়ে রেকর্ড ১৭টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী ফেদেরারের প্রতিদ্বন্দ্বী স্বদেশি স্তানিস্লাস ভাভরিঙ্কা।

এর আগে কোয়ার্টারে উঠতে ৩৫ বছর বয়সী ফেদেরার জাপানের কেই নিশিকোরিকে হারান। রড লাভার অ্যারেনায় গত রোববার (২২ জানুয়ারি) চতুর্থ রাউন্ড বা শেষ ষোলোর ম্যাচটি সর্বোচ্চ পাঁচ সেটে গড়ায়। প্রথম সেটে জয় পান নিশিকোরি (৭-৬)। এরপর ফেদেরার ৬-৪ এ সেট জেতেন। তৃতীয় সেটে আবারো জয় পান ফেদেরার (৬-১)। চতুর্থ সেটে গিয়ে ম্যাচ জমে উঠে। জয় তুলে নেন নিশিকোরি (৬-৪)। ম্যাচ গড়ায় পঞ্চম সেটে। তাতে ৬-৩ ব্যবধানে জয় নিয়ে কোর্ট ছাড়েন ফেদেরার।

এর আগে চেক প্রজাতন্ত্রের তারকা টমাস বার্ডিচকে হারিয়ে চতুর্থ রাউন্ডের টিকিট কাটেন ফেদেরার। গত শুক্রবার (২০ জানুয়ারি) ফেদেরারের মুখোমুখি হয় বার্ডিচ। দুই পক্ষের লড়াই চলে ৯০ মিনিট। ৬-২, ৬-৪ ও ৬-৪ গেমে জয় তুলে নেন ফেদেরার।

তৃতীয় রাউন্ড নিশ্চিতের ম্যাচে সরাসরি সেটে জিতলেও র্যাংকিংয়ের ১৮১ নম্বরের মার্কিন তরুণ নোয়াহ রুবিনের বিপক্ষে ঘাম ঝরাতে হয় ফেদেরারকে। তৃতীয় রাউন্ড নিশ্চিতে মেলবোর্ন পার্কে প্রথম সেটেই দু’জনের প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করেন দর্শকরা। ৭-৫ গেমের জয়ে লিড নেন সুইস কিংবদন্তি। দ্বিতীয় সেটটি অনায়াসেই ৬-৩ গেমে পার করেন ১৭ বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী ফেদেরার।

তৃতীয় সেটের লড়াই ছিল আরও শ্বাসরুদ্ধকর। যা টাইব্রেকারে গিয়ে নিষ্পত্তি হয়। ৭-৬ (৭-৩) গেমের ফলাফলে কোর্ট ছাড়েন ৩৫ বছর বয়সী ফেদেরার। এর আগে অস্ট্রিয়ান জার্গেন মেলজারের বিপক্ষে চার সেটে প্রথম রাউন্ডের বাধা পার করেছিলেন দীর্ঘ ইনজুরি কাটিয়ে ফেরা এ টেনিস আইকন।

চতুর্থ বাছাই ভাভরিঙ্কা কোয়ার্টার ফাইনালে ৭-৬, ৬-৪, ৬-২ গেমে ফ্রান্সের জো-উইলফ্রেড সোঙ্গাকে হারিয়েছেন। ভাভরিঙ্কা ২০১৪ সালে বছরের প্রথম এই গ্র্যান্ডস্ল্যামে চ্যাম্পিয়ন হয়েছিলেন। এখন পর্যন্ত তার ঘরে গেছে তিনটি গ্র্যান্ডস্ল্যাম শিরোপা।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ২৪ জানুয়ারি, ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ