ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

বলের আঘাতে টেনিস আম্পায়ার আহত (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
বলের আঘাতে টেনিস আম্পায়ার আহত (ভিডিও) বলের আঘাতে টেনিস আম্পায়ার আহত/ছবি: সংগৃহীত

ক্রিকেটে বলের আঘাতে আম্পায়ারের আহত হওয়ার খবর নতুন কিছু নয়! এবার টেনিসে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিলেন ইসরাইলি বংশোদ্ভূত কানাডিয়ান তরুণ ডেনিস শাপোভালোভ। চলমান ন্যাশনাল টিমের টুর্নামেন্ট ডেভিস কাপে এমনটি ঘটে।

যুক্তরাজ্যের কাইল এডমান্ডের বিপক্ষে পেরে উঠছিলেন না ১৭ বছরের শাপোভালোভ। প্রথম দুই সেটে হার মানেন ৬-৩, ৬-৪ গেমে।

তৃতীয় সেটে ২-১ গেমে পিছিয়ে থাকা অবস্থায় সহজ শট মিস করে আর মেজাজ ধরে রাখতে পারেননি।

অসাবধানতাবশত র‌্যাকেট দিয়ে সব রাগ ও হতাশা ঝাড়েন পকেটে থাকা বলের ওপর। বল গিয়ে আঘাত হানে চেয়ার আম্পায়ার আর্নোদ গ্যাবাসের চোখে। ভাগ্য ভালো যে, বড় কোনো ইনজুরির হাত থেকে এ ‍যাত্রায় বেঁচে গিয়েছেন। ডিসকোয়ালিফাইড করা হয় শাপোভালোভাকে। উল্লেখ্য, ওয়ার্ল্ড গ্রুপে গ্রেট ব্রিটেনের কাছে ৩-২ ব্যবধানে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে কানাডা।

দ্রুতই সতর্কতামূলক চেকআপের জন্য তাকে কানাডার ওন্টারিওর  ওটোয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চোখের কর্নিয়া বা রেটিনায় কোনো ক্ষতি হয়নি। ম্যাচ শেষে অবশ্য গ্যাবাসের কাছে গিয়ে দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন শাপোভালোভ।

টেনিস আম্পায়ারের চোখে বলের আঘাতের ভিডিও:

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ৭ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ