ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

পর্বতচূড়ায় ফেদেরারের ট্রফি উদযাপন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
পর্বতচূড়ায় ফেদেরারের ট্রফি উদযাপন অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফি হাতে পর্বতচূড়ায় রজার ফেদেরার/ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের ১৮তম গ্র্যান্ড স্লাম শিরোপা জিতে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যান রজার ফেদেরার। গত মাসে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের উদযাপনটা অব্যাহত রেখেছেন সুইস টেনিস আইকন। এবার ট্রফি নিয়ে বরফে ঢাকা পর্বতচূড়ায় হাজির সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

রাফায়েল নাদালকে হারিয়ে প্রায় বছর পর গ্র্যান্ড স্লাম টাইটেলের দেখা পান ৩৫ বছর বয়সী ফেদেরার। মেলবোর্নে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়নের আসনে বসেন।

দেশে ফেরার পর জুরিখ বিমাবন্দরে তাকে বীরোচিত সংবর্ধনা দেওয়া হয়।

...বহুল প্রতিক্ষীত ট্রফিটি নিয়ে তুষারাবৃত পর্বতচূড়ায় গিয়ে বহুদিনের ব্যক্তিগত ইচ্ছাটাও পূরণ করলেন ফেদেরার। নিজের অফিসিয়াল ইন্সটাগ্রাম পেজে তিনটি ছবি পোস্ট করেছেন। র‌্যাকেট দিয়ে সার্ভ করারও প্রচেষ্টা করেছেন। ছবির ক্যাপশনে লেখেন, ‘সবসময়ই চেয়েছি পর্বতচূড়ায় ট্রফি নিয়ে যাব। একেবারে নিচ থেকে উঁচুতে। ’

অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর ফেদেরার বলেছিলেন, ‘টেনিস একটি কঠিন খেলা, এখানে কোনো ড্র নেই। কিন্তু, যদি থাকতো রাফার (রাফায়েল নাদাল) সঙ্গে এটি শেয়ার করতে পারলে খুশি হতাম। ’

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হাইভোল্টেজ ফাইনালে নাদালকে ৬-৪, ৩-৬, ৬-১, ৩-৬, ৬-৩ গেমে হারিয়ে কোর্ট ছাড়েন ফেদেরার।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, ২০ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ