ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

নাদাল-ফেদেরার-জোকোভিচের জয়ে শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
নাদাল-ফেদেরার-জোকোভিচের জয়ে শুরু রাফায়েল নাদাল, রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ/ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের (বিএনপি পারিবাস ওপেন) শিরোপা ধরে রাখার মিশনে ঘাম ঝরানো জয় পেয়েছেন সাবেক বিশ্বসেরা নোভাক জোকোভিচ। অন্যদিকে, দুর্দান্ত জয়ে টুর্নামেন্ট শুরু করেছেন রজার ফেদেরার ও রাফায়েল নাদাল। প্রসঙ্গত, অঘটনের শিকার ওয়ার্ল্ড নাম্বার ওয়ান অ্যান্ডি মারে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন।

শীর্ষ বাছাই খেলোয়াড় হিসেবে সরাসরি দ্বিতীয় রাউন্ডে খেলতে নামেন জোকোভিচ। ব্রিটিশ তরুণ কাইল এডমান্ডকে প্রথম সেটে ৬-৪ গেমে হারান গত তিন আসরের চ্যাম্পিয়ন।

দ্বিতীয় সেটে দু’জনের প্রতিদ্বন্দ্বিতা ‍উপভোগ করেন দর্শকরা। টাইব্রেকারে গিয়ে ম্যাচের নিষ্পত্তি ঘটে। ৭-৬ (৭-৫) গেমের ফলাফলে কোর্ট ছাড়েন সার্বিয়ান সেনসেশন।

ক্যালিফোর্নিয়ার ইন্ডিয়ান ওয়েলস টেনিস গার্ডেনে সুইস কিংবদন্তি ফেদেরারের সামনে দাঁড়াতেই পারেননি ফ্রান্সের স্টিফেন রবার্ট। ৬-২, ৬-১ গেমের জয় তুলে নেন ১৮ বারের গ্র্যান্ড স্লাম জয়ী। অপর ম্যাচে আর্জেন্টিনার গুইদো পেলাকে ৬-৩, ৬-২ গেমে পরাজিত করেন স্প্যানিশ আইকন নাদাল।

তৃতীয় রাউন্ডে স্বদেশী ফার্নান্দো ভার্ডাস্কোর মুখোমুখি হবেন নাদাল। ফেদেরারের প্রতিপক্ষ আমেরিকার স্টিভ জনসন। জোকোভিচের সামনে আর্জেনাইন তারকা হুয়ান মার্টিন দেল পোত্রো।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ১৩ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ