ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

চতুর্থ রাউন্ডে ভেনাস-কেরবার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
চতুর্থ রাউন্ডে ভেনাস-কেরবার ভেনাস উইলিয়ামস ও অ্যাঞ্জেলিক কেরবার/ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের (বিএনপি পারিবাস ওপেন) চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন দুই সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান। ভেনাস উইলিয়ামস অনায়াসেই তৃতীয় রাউন্ডের বাধা পার করলেও তিন সেটের ঘাম ঝরানো জয় পেয়েছেন অ্যাঞ্জেলিক কেরবার।

চেক প্রজাতন্ত্রের লুসি সাফারোভার বিপক্ষে প্রথম সেটটি খানিকটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। ৬-৪ গেমের জয়ে লিড নেন ৩৬ বছর বয়সী ভেনাস।

দ্বিতীয় সেটে আর কোনো সুযোগ দেননি সাতবারের গ্র্যান্ড স্লাম জয়ী। ৬-২ গেমে ম্যাচ শেষ করেন আমেরি‍কান টেনিস আইকন।

ফ্রান্সের পাউলিন পার্মেন্টায়ারকে প্রথম সেটে ৭-৫ গেমে হারান কেরবার। দ্বিতীয় সেটে ৬-৩ গেমে হেরে ভক্ত-সমর্থকদের কপালে চিন্তার ভাঁজই ফেলে দিয়েছিলেন জার্মান তারকা। প্রথম সেটের পুনরাবৃত্তি টেনে স্বস্তি নিয়ে কোর্ট ছাড়েন তিনি।

কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে রাশিয়ান এলেনা ভেসনিনার মুখোমুখি হবেন কেরবার। ভেনাসের সামনে চীনের পেং শুয়াই।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ১৪ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ