ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

মিয়ামি ওপেনের কোয়ার্টারে নাদাল-ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
মিয়ামি ওপেনের কোয়ার্টারে নাদাল-ফেদেরার রজার ফেদেরার ও রাফায়েল নাদাল/ছবি: সংগৃহীত

মিয়ামি ওপেনের শিরোপা জয়ের পথে ছুটছেন রজার ফেদেরার ও রাফায়েল নাদাল। এরই মধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন দুই টেনিস আইকন। কোনো অঘটন না হলে ফাইনালের মঞ্চে দেখা হবে দু’জনের।

চতুর্থ রাউন্ডে ঘাম ঝরানো জয় পেয়েছেন ৩৫ বছর বয়সী ফেদেরার। স্প্যানিশ রবার্তো বাতিস্তা অগাটের বিপক্ষে তার তীব্র প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করেন দর্শকরা।

সরাসরি সেটে জিতলেও দুই সেটই নিষ্পত্তি হয় টাইব্রেকারে। ৭-৬ (৭-৫), ৭-৬ (৭-৪) গেমের শ্বাসরুদ্ধকর ফলাফলে কোর্ট ছাড়েন সুইস কিংবদন্তি।

শেষ আট নিশ্চিতের অপর ম্যাচেও প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েন নাদাল। ফ্রান্সের নিকোলাস মাহুতকে প্রথম সেটে ৬-৪ গেমে হারিয়ে লিড নেন স্প্যানিশ সেনসেশন। দ্বিতীয় সেট গড়ায় টাইব্রেকারে। ৭-৬ (৭-৪) গেমের জয় তুলে নেন ১৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।

সেমিতে ওঠার লক্ষ্যে আমেরিকান তরুণ জ্যাক সকের মুখোমুখি হবেন নাদাল। ১৮ বারের গ্র্যান্ড স্লাম জয়ী ফেদেরারের সামনে চেক তারকা টমাস বার্ডিচ।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ২৯ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ