ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

ফ্রেঞ্চ ওপেনে ফেদেরারকে এগিয়ে রাখছেন মারে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
ফ্রেঞ্চ ওপেনে ফেদেরারকে এগিয়ে রাখছেন মারে অ্যান্ডি মারে ও রজার ফেদেরার/ছবি: সংগৃহীত

ফ্রেঞ্চ ওপেনের এবারের আসরে রজার ফেদেরারকে ফেভারিট ভাবছেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান অ্যান্ডি মারে। ক্লে-কোর্ট (লাল মাটির কোর্ট) মৌসুমের বেশিরভাগ অংশ মিস করলেও সুইস আইকনকে এগিয়ে রাখছেন ব্রিটিশ সেনসেশন।

বলা বাহুল্য, ক’দিন আগেই সুইজারল্যান্ডে অনুষ্ঠিত একটি চ্যারিটি ম্যাচ খেলেছেন দু’জন। ইনজুরি কাটিয়ে ফেরা মারেকে সরাসরি সেটে হারান ফেদেরার।

 ফ্রেঞ্চ ওপেন পর্যন্ত বিশ্রামে ফেদেরার

এ বছর নিজেকে নতুনরূপে আবিষ্কার করেছেন ৩৫ বছর ফেদেরার। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর দু’টি মাস্টার্স শিরোপা (ইন্ডিয়ান ওয়েলস ও মিয়ামি ওপেন) জিতেছেন সাবেক বিশ্বসেরা।

ইনজুরির কারণে গত বছরের অর্ধেকটা সময় কেটেছে সাইডলাইনে। পূর্ণ ফিটনেস নিয়ে ২০১৭ মৌসুমে নতুন ফেদেরারকে দেখছে টেনিস বিশ্ব। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে বছরের চারটি একক টুর্নামেন্টে নেমে তিনটিতেই চ্যাম্পিয়নের আসনে বসেন।

এখন দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ইভেন্ট ফ্রেঞ্চ ওপেনে চোখ রাখছেন ফেদেরার। নিজেকে পুরোপুরি ফিট রাখার লক্ষ্যে বিশ্রামে সময় কাটাচ্ছেন। চলতি মাসের শুরুতে মিয়ামি টাইটেল জেতার পর জানিয়ে দিয়েছেন, ফ্রেঞ্চ ওপেনের আগে আসন্ন ইউরোপিয়ান ক্লে-কোর্ট ইভেন্টগুলোতে অংশ নেবেন না। সামনে চারটি টুর্নামেন্ট রয়েছে। মন্টে কার্লো, বার্সেলোনা, মাদ্রিদ ও রোম ওপেন।

আগামী মাসের শেষদিকে ফ্রেঞ্চ ওপেনের ১১৬তম আসরের পর্দা উঠবে। বছরের চারটি গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতার মধ্যে শুধুমাত্র ফ্রেঞ্চ ওপেনের খেলা হয় ক্লে-কোর্টে। এখানেই ফেদেরারের দুর্বলতা! ক্যারিয়ারের ১৮টি গ্র্যান্ড স্লাম ট্রফির মধ্যে একবারই শিরোপা জিতেছেন। তাও সেই ২০০৯ আসরে।

দীর্ঘ সময় পর ফ্রেঞ্চ ওপেনের শিরোপা পুনরুদ্ধারে ছন্দে রয়েছেন ফেদেরার। গতবারের রানার্সআপ মারের চোখেও এগিয়ে, ‘যদি তিনি (ফেদেরার) মৌসুমের শুরুর দিকে যেমনটা খেলেছেন তা অব্যাহত রাখতে পারেন অবশ্যই জিততে পারবেন। এমন সারপেসে কোনো ম্যাচ না খেলে গ্যান্ড স্লাম ইভেন্টে খেলাটা কঠিন হবে। কিন্তু তিনি ইতোমধ্যেই অস্ট্রেলিয়ায় দেখিয়ে দিয়েছেন পর্যাপ্ত ম্যাচ না খেলেও ভালো অনুভব করেন। দেখা যাক...। ’

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ১৬ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ