ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

নাদালকে সাহস জোগাচ্ছেন ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
নাদালকে সাহস জোগাচ্ছেন ফেদেরার নাদালকে সাহস জোগাচ্ছেন ফেদেরার-ছবি:সংগৃহীত

পছন্দের মন্টে কার্লো টেনিস খেতাব জয়ের জন্য তৈরি রাফায়েল নাদাল। তিনি জানিয়ে দিলেন, এই টুর্নামেন্ট থেকে প্রস্তুতি সেরে ফেলতে চান আগামী মাস থেকে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনের। যদিও চলতি বছরে তার সাফল্যের ঝুলিতে নেই কোনো শিরোপা।

অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে হার রজার ফেদেরারের কাছে। পরে মিয়ামি ওপেনেও বিধ্বস্ত সুইস তারকার বিপক্ষে।

কিন্তু সেই পরিসংখ্যানকে গুরুত্ব দিচ্ছেন না নাদাল, ‘অতীত নিয়ে মাথা ঘামাতে চাই না। মন্টে কার্লো আমার অত্যন্ত পছন্দের টুর্নামেন্ট। দশমবারের মতো এই টুর্নামেন্ট জিতেই ফরাসি ওপেনের প্রস্তুতি সেরে ফেলার দিকেই বেশি জোর দিচ্ছি। ’

গত বছর মন্টে কার্লোর চ্যাম্পিয়ন ছিলেন স্প্যানিশ এ তারকা। তবে রাফা সেই ঘটনাকেও এখন গুরুত্ব দিতে নারাজ। তিনি আরও বলেন, ‘এক বছরের মধ্যে অনেক কিছু পাল্টে গিয়েছে। এবার অস্ট্রেলিয়ান ওপেন এবং মিয়ামি ওপেনের ফাইনালে উঠেও শেষরক্ষা হয়নি। ফলে আমাকে আরও বেশি তীক্ষ্ণ হতে হবে। ’

তবে রাফা এও মনে করছেন, চোট সারিয়ে ফেদেরারের দুর্দান্ত প্রত্যাবর্তন তাকেও সাহস জোগাচ্ছে গ্র্যান্ড স্ল্যাম জয়ের। তিনি যোগ করেন, ‘ওর খেলা দেখে এই বিশ্বাস তৈরি হয়েছে যে, আমিও নতুনভাবে নিজের খেলার উন্নতি ঘটিয়ে ট্রফি জিততে পারি। তাই রোলা গ্যারোতে জয়কে সামনে রেখেই প্রস্তুতি শুরু করেছি। তার চেয়েও বড় বিষয় হলো, আমি এখনও পর্যন্ত নিজেকে চোটমুক্ত রাখতে পেরেছি। সেরার স্বীকৃতি ছিনিয়ে নিতে গেলে শরীর সুস্থ রাখতেই হবে। ’

এখন পর্যন্ত ক্যারিয়ারে ১৪টি গ্র্যান্ড স্লাম জিতেছেন নাদাল। তবে তার প্রিয় ক্লে-কোর্টের ফ্রেঞ্চ ওপেনেই বেশি সাফল্য এসেছে। কেননা এখানেই যে নয়টি শিরোপা জিতেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ১৮ এপ্রিল, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ