ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

ডোপিং নিষেধাজ্ঞা কাটিয়ে কোর্টে ফিরছেন শারাপোভা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
ডোপিং নিষেধাজ্ঞা কাটিয়ে কোর্টে ফিরছেন শারাপোভা ডোপিং নিষেধাজ্ঞা কাটিয়ে কোর্টে ফিরছেন শারাপোভা/ছবি: সংগৃহীত

স্টুটগার্ট ওপেন দিয়ে ১৫ মাসের ডোপিং নিষেধাজ্ঞা কাটিয়ে প্রতিযোগিতামূলক টেনিসে ফিরছেন মারিয়া শারাপোভা। প্রত্যাবর্তনের ম্যাচে ইতালিয়ান তারকা রবার্তা ভিঞ্চির মুখোমুখি হবেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

সোমবার (২৪ এপ্রিল) পোরশে স্টুটগার্ট গ্র্যান্ড প্রিক্স টুর্নামেন্টের ৪০তম আসরের পর্দা উঠবে। এ ইভেন্টে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছিলেন গত ১৯ এপ্রিল ৩০-এ পা রাখা শারাপোভা।

২০১৪ সালে সবশেষ শিরোপা জেতেন রাশিয়ান টেনিস সুন্দরী।

গত বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন চলাকালীন ড্রাগ টেস্টে নিষিদ্ধ ড্রাগ ‘মেলডোনিয়াম’ পজিটিভ প্রমাণিত হওয়ায় নিষেধাজ্ঞার মুখে পড়েন পাঁচবারের গ্র্যান্ড স্লাম জয়ী শারাপোভা। প্রথমে তাকে দুই বছর নিষিদ্ধ করেছিল আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ)

আইটিএফ’র নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা আপিলের রায়ে গত বছরের অক্টোবরে নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়ে ১৫ মাস নির্ধারণ করেন সর্বোচ্চ ক্রীড়া আদালত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস)। ২০১৬ সালের ১ জানুয়ারি ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির নিষিদ্ধ তালিকায় ‘মেলডোনিয়াম’ অন্তর্ভুক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ২৩ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ