ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

অবশেষে কোর্টে ফিরছেন শারাপোভা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
অবশেষে কোর্টে ফিরছেন শারাপোভা মারিয়া শারাপোভা-ছবি:সংগৃহীত

অবশেষে অবসান হতে যাচ্ছে পনেরো মাসের প্রতীক্ষার। ডোপিং কাণ্ডে নির্বাসনের পর মঙ্গলবার রাতে শেষ হবে মারিয়া শারাপোভার নির্বাসনের মেয়াদ। আর বুধবার স্টুটগার্ট ওপেনে ফের কোর্টে দেখা যাবে রুশ টেনিস সুন্দরীকে।

তবে টেনিস কোর্টে শারাপোভার প্রত্যাবর্তন ঘটতে চলেছে ওয়াইল্ড কার্ড নিয়েই। আর তা নিয়েই শুরু হয়েছে টেনিস মহলে বিতর্ক।

প্রথম ম্যাচে তার প্রতিপক্ষ বিশ্বের ৩৫ নম্বর ইতালির রবার্তা ভিঞ্চি। এর আগে পর পর দু’টো টুর্নামেন্টেই প্রথম রাউন্ডে ছিটকে গিয়েছিলেন ভিঞ্চি। ফলে টেনিস মহলের কেউ কেউ আশাবাদী পনেরো মাস পরে কোর্টে নামলেও ভিঞ্চিকে হারাতে খুব বেশি বেগ পেতে হবে না শারাপোভাকে। আর প্রথম রাউন্ডে জিতলেই দ্বিতীয় রাউন্ডে শারাপোভা মুখোমুখি হবেন পোল্যান্ডের অ্যাগনিয়েস্কা রাদওয়ানস্কার।  

পোলিশ এই টেনিস খেলোয়াড় এর আগে শারাপোভার ওয়াইল্ড কার্ড পাওয়া নিয়ে মুখর হয়েছিলেন। যেখানে তাকে সমর্থন করেছিলেন ক্যারোলিন ওজনিয়াকি, অ্যান্ডি মারের মতো তারকারা।

শারাপোভার ফেরা নিয়ে প্রশ্ন তুলে সার্কিটে অনেকেই সোচ্চার। রাদওয়ানস্কা এক ধাপ এগিয়ে ফরাসি ওপেন আয়োজকদের কাছে দাবি রেখেছেন ফরাসি ওপেনে যেন শারাপোভাকে ওয়াইল্ড কার্ড না দেওয়া হয়। যদিও শারাপোভা তা নিয়ে মাথা ঘামাচ্ছেন না। জানান, নির্বাসনের পর আমি কোর্টে ফেরার জন্য মুখিয়ে আছি। কে কী বলছে তা জানতে চাই না।

স্টুটগার্টের পরেই রোম এবং মাদ্রিদ ওপেনে খেলার কথা শারাপোভার। সেখানেও ওয়াইল্ড কার্ড নিয়েই খেলবেন বর্তমানে র‌্যাঙ্কিংহীন রুশ তারকা।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ২৫ এপ্রিল, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ