ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

তৃতীয় রাউন্ডে মারে-নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
তৃতীয় রাউন্ডে মারে-নাদাল অ্যান্ডি মারে ও রাফায়েল নাদাল/ছবি: সংগৃহীত

ফ্রান্সে মন্টে কার্লো মাস্টার্সের পর বার্সেলোনার ওপেনের শিরোপা মিশনে রাফায়েল নাদাল। প্রথম ম্যাচেই সরাসরি সেটের দাপুটে জয় তুলে নেন স্প্যানিশ আইকন। অন্যদিকে, ওয়াকওভার পেয়েছেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান অ্যান্ডি মারে।

অস্ট্রেলিয়ান বার্নার্ড টমিক পিঠের ইনজুরির কারণে দ্বিতীয় রাউন্ড থেকে নাম প্রত্যাহার করে নেন। তাই আর কোর্টে নামতে হয়নি মারের।

বলা বাহুল্য, গত সপ্তাহে মন্টে কার্লোর তৃতীয় রাউন্ডেই অঘটনের শিকার হয়েছিলেন ব্রিটিশ সেনসেশন।

অপর ম্যাচে শীর্ষ বাছাই হিসেবে সরাসরি দ্বিতীয় রাউন্ডে নামা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাদালের সামনে দাঁড়াতেই পারেননি ব্রাজিলিয়ান রোজারিও দুত্রা সিলভা। ৬-১, ৬-২ গেমের উড়ন্ত জয় নিয়ে কোর্ট ছাড়েন ১৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।

কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনের মুখোমুখি হবেন নাদাল। মারের প্রতিপক্ষ স্প্যানিশ ফেলিসিয়ানো লোপেজ।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ২৭ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ