ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

প্রথম রাউন্ডেই বাদ ব্রিটিশ নাম্বার ওয়ান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, মে ৭, ২০১৭
প্রথম রাউন্ডেই বাদ ব্রিটিশ নাম্বার ওয়ান ক্লে-কোর্টে (লাল মাটির কোর্ট) অসহায় জোহানা কন্তা/ছবি: সংগৃহীত

ক্লে-কোর্টে (লাল মাটির কোর্ট) জোহানা কন্তার দুর্দশা যেন কাটছেই না! এবার মাদ্রিদ ওপেনের প্রথম রাউন্ডের বাদ পড়ার লজ্জায় ডুবেছেন। টেনিস ক্যারিয়ারে ক্লে সারপেসে মাত্র তিন ম্যাচে জয়ের স্বাদ পেয়েছেন ব্রিটিশ নাম্বার ওয়ান! বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেন (২৮ মে শুরু) সামনে রেখে বড় এক ধাক্কাই খেলেন।

জার্মানির লরা সিগমান্ডের বিপক্ষে প্রথম সেটে ৬-৩ গেমে লিড নেন কন্তা। দ্বিতীয় সেটে হেরে যান ৫-৭ গেমে।

ম্যাচ নির্ধারণী তৃতীয় সেটে সুবিধাজনক অবস্থানেই ছিলেন।

৩-০ গেমে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত একরাশ হতাশায় নিমজ্জিত হন ২৫ বছর বয়সী কন্তা। টানা পাঁচ গেম জিতে ঘুরি দাঁড়িয়ে ৬-৪ ব্যবধানের জয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন সিগমান্ড।

এদিকে, সরাসরি সেটে জিতে প্রথম রাউন্ডের বাধা পার করেছেন সিগমান্ডের স্বদেশী আইকন অ্যাঞ্জেলিক কেরবার। হাঙ্গেরিয়ান তরুণী তিমিয়া বাবোসকে ৬-৪, ৬-২ গেমে হারিয়ে কোর্ট ছাড়েন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ৭ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ