ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

সেই বুচার্ডের মুখোমুখি শারাপোভা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৩ ঘণ্টা, মে ৮, ২০১৭
সেই বুচার্ডের মুখোমুখি শারাপোভা ইউজেনি বুচার্ড ও মারিয়া শারাপোভা/ছবি: সংগৃহীত

ডোপিং নিষেধাজ্ঞা কাটিয়ে মারিয়া শারাপোভার প্রত্যাবর্তন মেনে নিতে পারেননি ইউজেনি বুচার্ড। সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান তারকাকে ‘প্রতারক’ বলেও আখ্যা দেন কানাডিয়ান তরুণী। এবার টেনিস কোর্টে মুখোমুখি হচ্ছেন দু’জন।

সম্প্রতি স্টুটগার্ট ওপেনের সেমিফাইনাল থেকে বিদায় নেন শারাপোভা। বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেন (২৮ মে শুরু) সামনে রেখে ক্লে-কোর্টে (লাল মাটির কোর্ট) নিজেকে তৈরি করতে এবার মাদ্রিদ ওপেন মিশনে রাশিয়ান এই গ্ল্যামারগার্ল।

ক্রোয়েশিয়ার মিরজানা লুসিক ব্যারোনির বিপক্ষে পিছিয়ে থেকেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে প্রথম রাউন্ডের বাধা পার করেন শারাপোভা। প্রথম সেটে ৬-৪ গেমে হারের পর সমান ব্যবধানের জয়ে ম্যাচে ফেরেন পাঁচবারের গ্র্যান্ড স্লাম জয়ী।

ম্যাচ নির্ধারণী তৃতীয় সেটটি ছিল একপেশে। শারাপোভার সামনে দাঁড়াতেই পারেননি ব্যারোনি। ৬-০ গেমের দাপুটে পারফরম্যান্স প্রদর্শন করেন ত্রিশ বছর বয়সী টেনিস আইকন। অপর ম্যাচে ফ্রান্সের অ্যালাইজ কোর্নেটকে ৬-৪, ৪-৬, ৬-১ গেমে হারিয়েছেন ২৩ বছর বয়সী বুচার্ড।

শারাপোভা-বুচার্ড দ্বিতীয় রাউন্ডের ম্যাচ ঘিরে সবার মাঝে ব্যাপক আগ্রহ বিরাজ করছে। দু’জনের প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করতে মুখিয়ে আছেন দর্শকরা। বাংলাদেশ সময় সোমবার (৮ মে) দিবাগত রাত ১২টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, ৮ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ