ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

ফ্রেঞ্চ ওপেনে খেলবেন না ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, মে ১৬, ২০১৭
ফ্রেঞ্চ ওপেনে খেলবেন না ফেদেরার ছবি: সংগৃহীত

চোটের জন্য গতবার ফরাসি ওপেন থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন টেনিসের তারকা রজার ফেদেরার। এবারো ফ্রেঞ্চ ওপেন খেলা হচ্ছে না ৩৫ বছর বয়সী ফেদেরারের। নিজেই নিশ্চিত করে এই তারকা জানান, ২০১৭ রোঁলা গাঁরোতে নামবেন না তিনি।

গত মিয়ামি ওপেন জেতার পর দু’মাস বিশ্রামে ছিলেন ফেদেরার৷ যাতে ফরাসি ওপেনে ফ্রেশ হয়ে নামতে পারেন৷ কিন্তু, চোটের আশঙ্কায় এবারো লাল মাটির কোর্টে নামছেন না তিনি৷

১৮ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরার এ প্রসঙ্গে জানান, ‘উইম্বলডনের প্রস্তুতির জন্য ফরাসি ওপেনে খেলতে পারলে ভালোই হতো। দুর্ভাগ্যবশত এ বছরও ফ্রেঞ্চ ওপেন খেলা হচ্ছে না।

আমি আমার ফ্রান্সের সমর্থকদের মিস করবো। আবহাওয়া ঠিক থাকলে ঠিক ছিল। কিন্তু মেঘলা দিনে পিচ্ছিল কোর্টে খেলতে হলে চোট পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সে জন্যই এবারের ফরাসি ওপেন খেলছি না আমি৷’

চলতি মাসের ২৮ তারিখ থেকে শুরু হবে মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেন।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ১৬ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ