ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

ফের কষ্টার্জিত জয় পেলেন মারে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, জুন ৪, ২০১৭
ফের কষ্টার্জিত জয় পেলেন মারে ফের কষ্টার্জিত জয় পেলেন মারে-ছবি:সংগৃহীত

ফ্রেঞ্চ ওপেনে স্বস্তি নিয়ে খেলতে পারছেন না অ্যান্ডি মারে। ফলে তৃতীয় রাউন্ডেও কষ্টার্জিত জয় নিয়েই মাঠ ছেড়েছেন পুরুষ টেনিসের নাম্বার ওয়ান তারকা। আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোর্তোকে সরাসরি সেটে হারিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেন তিনি।

পোত্রোর সামনে এ ম্যাচটি ছিলো প্রতিশোধ নেওয়ার চ্যালেঞ্জ! রিও অলিম্পিকের রোমাঞ্চকর গোল্ড মেডেল ম্যাচে মারের কাছে হেরে গিয়েছিলেন তিনি। তবে এবার বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টেও হারের মুখ দেখলেন।

রোঁলা গ্যাঁরোতে এদিন প্রথম সেটে মারে টাইব্রেকারে জয় পান। ৭-৬ (১০-৮) ব্যবধানে নিস্পত্তি হয়। দ্বিতীয় সেটেও ৭-৫ গেমে ঘাম ঝড়ানো জয় পান। তবে তৃতীয় সেটে পোত্রো আর প্রতিরোধ করতে পারেননি। হেরে যান ৬-০তে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ০৪ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ