ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

উইম্বলডন অঘটনে তারকারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, জুলাই ৪, ২০১৭
উইম্বলডন অঘটনে তারকারা উইম্বলডন অঘটনে তারকারা-ছবি:সংগৃহীত

শুরু হয়েছে বছরের তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম টেনিস টুর্নামেন্ট উইম্বলডন। ইংল্যান্ডে অনুষ্ঠিত এবারের আসরটির শুরুতেই ঘটনা-অঘটনের মধ্যে প্রথম রাউন্ড শেষ হলো। পুরুষদের মধ্যে জয়ে শুরু করেছেন অ্যান্ডি মারে ও রাফায়েল নাদাল। 

আর মেয়েদের মধ্যে ফেভারিট পেত্রা কেভিতোভা ও ভেনাস উইলিয়ামস জয় নিয়ে কোর্ট ছেড়েছেন। তবে অঘটনও হয়েছে।

সুইজারল্যান্ডের পুরুষ তারকা স্তান ওয়ারিঙ্কা প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন। পাশাপাশি কানাডিয়ান সুন্দরী ইউজেনি বুচার্ডও হার দেখেছেন।

এদিন রাশিয়ান তরুণ দানিল মেদভেদের কাছে বাজেভাবে হেরে যান রজার ফেদেরারের স্বদেশী ওয়ারিঙ্কা। র‌্যাংকিংয়ের তিন নম্বরে থাকা এ তারকা হারেন ৬-৩, ৩-৬, ৬-৪ ও ৬-১ সেটে। মেদভেদেভ পুরুষ টেনিসের তালিকায় রয়েছেন ৪৯তম অবস্থান।

এদিকে মেয়েদের র‌্যাংকিংয়ে ৫৭ নম্বর অবস্থানে থাকলেও তারকা খ্যাতি রয়েছে বুচার্ডের। স্প্যানিশ কার্ল সুয়ারেজ নাভারোর বিপক্ষে প্রথম সেট ৬-১ ব্যবধানে জেতেন তিনি, তবে পরের দুই সেট ৬-১, ও ৬-১ হেরে আসর থেকেই বিদায় নেন।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ০৪ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ