ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

বিদায় নিলেন শীর্ষে থাকা কেরবার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
বিদায় নিলেন শীর্ষে থাকা কেরবার ছবি: সংগৃহীত

চলমান উইম্বলডনের শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো বিশ্ব র‌্যাংকিংয়ের এক নম্বর ২৯ বছর বয়সী আঞ্জেলিক কেরবার। এই হারের ফলে র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারাবেন দুটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী কেরবার।

ফরাসি ওপেন চ্যাম্পিয়ন চতুর্দশ বাছাই স্পেনের গার্বিনে মুগুরুসার কাছে হেরে গেছেন এই জার্মান টেনিস তারকা।

সোমবার (১০ জুলাই) কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে প্রায় দুই ঘণ্টা ২০ মিনিট লড়তে হয়েছে কেরবার-মুগুরুসাকে।

প্রথম সেট জিতে ভালো শুরু করেছিলেন কেরবার। কিন্তু, শীর্ষ বাছাই এই তারকা পরের দুই সেটে হেরে বিদায় নেন। ম্যাচের ফল ৪-৬, ৬-৪, ৬-৪।

মুগুরুসা শেষ আটে মুখোমুখি হবেন রাশিয়ার সভেতলানা কুজনেৎসভার বিপক্ষে। শেষ আটে উঠা ভেনাস উইলিয়ামসের প্রতিপক্ষ গতবারের ফ্রেঞ্চ ওপেন জয়ী লাটভিয়ার ইয়েলেনা ওস্তাপেঙ্কো।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ১০ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ