ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

কোয়ার্টারেই মারের পর জোকোভিচের বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪২ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
কোয়ার্টারেই মারের পর জোকোভিচের বিদায় জোকোভিচ ও মারের বিদায়-ছবি:সংগৃহীত

ঐতিহ্যবাহী উইম্বলডন টেনিসের পুরুষ এককে একের পর এক অঘটন হয়েই যাচ্ছে। আর বুধবার ছিলো আসরটির জন্য কালো মেঘ। কেননা একই দিনে বিদায় নিলেন র‌্যাঙ্কিংয়ের ১ ও ৪ নম্বর তারকা অ্যান্ডি মারে ও নোভাক জোকোভিচ।

কোয়ার্টারের আগেই অবশ্য বিদায় নিয়েছিলেন আরেক ফেবারিট রাফায়েল নাদাল। তবে সেরা ও অভিজ্ঞ চারের মধ্যে টিকে রইলেন একমাত্র রজার ফেদেরার।

রেকর্ড অষ্টম শিরোপা জয়ের লক্ষ্যে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছেন তিনি।

সেমিফাইনালের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের স্যাম কুয়েরির মুখোমুখি হন ব্রিটিশ তারকা মারে। তবে মারের বিপক্ষে পাঁচ সেটে গড়ানো দুই ঘণ্টা ৪১ মিনিটের লড়াইয়ে ৩-৬, ৬-৪, ৬-৭, ৬-১, ৬-১ গেমে জিতেন ২৪তম বাছাই কুয়েরি।

শেষ চারে কুয়েরি মুখোমুখি হবেন ক্রোয়েশিয়ার মারিন সিলিচ।

কোয়ার্টারের অন্য ম্যাচে চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচের বিপক্ষে ম্যাচে দ্বিতীয় সেট চলার সময় হাতের চোটের কারণে নিজেকে সরিয়ে নেন জোকোভিচ। প্রথম সেট ৭-৬ গেমে হারের পর দ্বিতীয় সেটে ২-০ গেমে পিছিয়ে ছিলেন সার্বিয়ার এই খেলোয়াড়। পরে নিজেকে প্রত্যাহার করে নেন তিনি।

অন্য সেমিফাইনালে বার্ডিচের মুখোমুখি হবেন ফেদেরার।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ১৩ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ