ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

শিরোপার আরও কাছে ভেনাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
শিরোপার আরও কাছে ভেনাস ছবি: সংগৃহীত

গত মাসেই ফ্রেঞ্চ ওপেন জিতে আলোড়ন তোলা লাৎভিয়ান তরুণী জেলেনা ওস্তাপেঙ্কোকে সরাসরি সেটে হারিয়ে শিরোপা পুনরুদ্ধারে আরো এক ধাপ এগিয়ে গেছেন ভেনাস উইলিয়ামস। উইম্বলডন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মার্কিন টেনিস আইকন।

বয়সে ১৭ বছরের ছোট জেলেনাকে হারাতে ৭৩ মিনিট সময় নেন ভেনাস। ৬-৩, ৭-৫ গেমে কোয়ার্টারের নিষ্পত্তি ঘটে।

ফাইনাল নিশ্চিতের ম্যাচে ব্রিটিশ তারকা জোহানা কন্তার মুখোমুখি হবেন। যিনি সিমোনা হালেপের বিপক্ষে পিছিয়ে থেকেও ৬-৭ (২-৭), ৭-৬ (৭-৫), ৬-৪ গেমের জয়ে শেষ আটের বাধা পার করেন।

.বর্ণাঢ্য ক্যারিয়ারে এ নিয়ে দশবার উইম্বলডনের সেমিতে পা রাখলেন সাতবারের গ্র্যান্ড স্লাম জয়ী ভেনাস। একবারই হারের স্বাদ পেয়েছেন। তাই কন্তার সামনে কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে। অপর সেমিতে স্প্যানিশ গারবিন মুগুরুজার প্রতিপক্ষ স্লোভাকিয়ার ম্যাগডালেনা  রাইবারিকোভা।

ষষ্ঠ উইম্বলডন শিরোপায় চোখ রাখছেন ৩৭ বছর বয়সী ভেনাস। ২০০৮ আসরে শেষবার ট্রফি উঁচিয়ে ধরেছিলেন। গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে এটিই তার সবশেষ সাফল্য। এবার বেশ ছন্দে রয়েছেন গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওঠার মধ্য দিয়ে নিজেকে নতুনভাবে ফিরে পাওয়া এ টেনিস সুপারস্টার।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, ১৩ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ