ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

নিষেধাজ্ঞার পর শারাপোভার প্রথম গ্র্যান্ডস্লাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
নিষেধাজ্ঞার পর শারাপোভার প্রথম গ্র্যান্ডস্লাম মারিয়া শারাপোভা / ছবি: সংগৃহীত

ডোপিং নিষেধাজ্ঞা কাটিয়ে টেনিসে প্রত্যাবর্তনের পর প্রথমবারের মতো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে খেলার সুযোগ পাচ্ছেন মারিয়া শারাপোভা। আসন্ন ইউএস ওপেনে সরাসরি অংশ নিতে ওয়াইল্ডকার্ড পেয়েছেন রাশিয়ান টেনিস আইকন।

আটটি সেকশনে ১২৮ জনের মূল ড্রতে দেখা যাবে শারাপোভাকে। গত এপ্রিলে ১৫ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর মেজর কোনো টুর্নামেন্টে দেখা যায়নি তাকে।

সবশেষ গ্র্যান্ড স্লাম হিসেবে গত বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন খেলেছিলেন।

ফ্রেঞ্চ ওপেনে শারাপোভাকে ওয়াইল্ডকার্ড দিতে অস্বীকৃতি জানায় আয়োজক কর্তৃপক্ষ। ইনজুরির কারণে উইম্বলডন চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারেননি, যিনি ২০০৬ সালে ইউএস ওপেন জিতেছিলেন। সেখানেই তাকে স্বাগত জানানো হলো।

বছরের চতুর্থ ও শেষ গ্র্যান্ড স্লাম ইভেন্টের ওয়াইল্ডকার্ড পেলেও শারাপোভার খেলা শতভাগ নিশ্চিত নয়। বর্তমানে ইনজুরি সমস্যায় ভুগছেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান। চলমান প্রস্তুতি ইভেন্ট সিনসিনাটি মাস্টার্সের খেলার সুযোগ (ওয়াইল্ডকার্ড) পেয়েও ফিটনেস সমস্যায় নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হন পাঁচবারের গ্র্যান্ড স্লাম জয়ী।  ইনজুরিতে আরেকটি টুর্নামেন্ট শেষ শারাপোভার

আগামী ২৮ আগস্ট ইউএস ওপেনের ১৩৭তম আসরের পর্দা উঠবে। এ সময়ের মধ্যে শারাপোভা পুরোপুরি ফিট হয়ে উঠতে পারবেন কিনা সেটিই এখন দেখার বিষয়! সেই লক্ষ্য পূরণের জন্যই ঝুঁকি না নিয়ে সিনসিনাটি থেকে সরে দাঁড়িয়েছেন।

প্রসঙ্গত, দীর্ঘ সময় নির্বাসনে থাকায় এর প্রভাবটা পড়ে র‌্যাংকিংয়ে। ত্রিশ বছর বয়সী শারাপোভার বর্তমান অবস্থান ১৪৮। ভাবা যায়!

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ১৬ আগস্ট, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ