ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

গ্র্যান্ড স্লামে শারাপোভার দুর্দান্ত প্রত্যাবর্তন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
গ্র্যান্ড স্লামে শারাপোভার দুর্দান্ত প্রত্যাবর্তন ছবি: সংগৃহীত

ইউএস ওপেন দিয়ে গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে মারিয়া শারাপোভার প্রত্যাবর্তন‍টা হলো দুর্দান্ত। প্রথম রাউন্ডে তিন সেটের লড়াইয়ে দ্বিতীয় শীর্ষ বাছাই সিমোনা হালেপকে হারিয়ে কোর্ট ছাড়েন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

২০১৬ অস্ট্রেলিয়ান ওপেনের (জানুয়ারিতে) পর প্রথম গ্র্যান্ড স্লামে খেলছেন ত্রিশ বছর বয়সী শারাপোভা। ১৫ মাসের ডোপিং নিষেধাজ্ঞা কাটিয়ে এ বছরের এপ্রিলে টেনিসে প্রত্যাবর্তন হলেও ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পাননি।

.টেনিসে দীর্ঘ সময় নির্বাসনে থাকায় এর প্রভাব পড়ে র‌্যাংকিংয়ে। শারাপোভার অবস্থান এখন ১৪৬। ভাবা যায়! ইউএস ওপেন অায়োজকরা তাকে নিরাশ করেননি। ওয়াইল্ডকার্ড নিয়ে শুরুতেই নিজের সামর্থ্যের জানান দিলেন ২০০৬ আসরের চ্যাম্পিয়ন।

নিউইয়র্কে রোমাঞ্চকর ম্যাচটিতে প্রথম সেটে ৬-৪ গেমের জয়ে লিড নেন শারাপোভা। দ্বিতীয় সেটটি সমান ব্যবধানে জিতে ঘুরে দাঁড়ান হালেপ। শেষ সেটে ৬-৩ গেমের পারফরম্যান্স উপহার দেন রাশিয়ান টেনিস সুন্দরী। দ্বিতীয় রাউন্ডে পাঁচবারের গ্র্যান্ড স্লাম জয়ীর প্রতিপক্ষ হাঙ্গেরির তিমিয়া বাবোস।

.এদিকে, নারী এককের অপর ম্যাচে প্রত্যাশিত জয়ে প্রথম রাউন্ডের বাধা করেছেন মার্কিন টেনিস তারকা ভেনাস উইলিয়ামস। স্লোভাকিয়ান তরুণী ভিক্টোরিয়া কুজমোভাকে হারিয়েছেন ৬-৩, ৩-৬, ৬-২ গেমে। পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ আরেক তরুণী ফ্রান্সের ওসিয়ান ডোডিন।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ২৯ আগস্ট, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ