ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

সেমিতেই মুখোমুখি নাদাল-ফেদেরার!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৭
সেমিতেই মুখোমুখি নাদাল-ফেদেরার! রজার ফেদেরার ও রাফায়েল নাদাল / ছবি: সংগৃহীত

চার বছর পর ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে পা রাখলেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান রাফায়েল নাদাল। অন্যদিকে, পিঠের ইনজুরির শঙ্কা জাগলেও সরাসরি সেটে জিতেই শেষ আট নিশ্চিত করেছেন সুইস কিংবদন্তি রজার ফেদেরার। কোনো অঘটন না ঘটলে সেমিতে মুখোমুখি হবেন এ দুই টেনিস আইকন।

ইউক্রেনের আলেক্সান্ডার ডোল্গোপোলোভকে হারাতে ১ ঘণ্টা ৪১ মিনিট সময় নেন স্প্যানিশ সুপারস্টার। ৬-২, ৬-৪, ৬-১ গেমের পারফরম্যান্সে কোর্ট ছাড়েন ২০১৩ আসরের চ্যাম্পিয়ন।

কোয়ার্টারে নাদালের সামনে রাশিয়ান তরুণ আন্দ্রে রুবলেভ। যিনি বেলজিয়ামের ডেভিড গোফিনকে ৭-৫, ৭-৬ (৭-৫), ৬-৩ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডের বাধা পার করেন।

দ্বিতীয় সেট চলাকালীন মেডিকেল টাইমআউট নেন ৩৬ বছর বয়সী ফেদেরার। ফিটনেস নিয়ে উদ্বেগ তৈরি হলেও ম্যাচে এর প্রভাব পড়েনি। জার্মানির ফিলিপ কোলসক্রেইবারকে ৬-৪, ৬-২, ৭-৫ গেমে পরাজিত করেন ১৯ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।

সেমি নিশ্চিতের ম্যাচে ফেদেরারের প্রতিপক্ষ হুয়ান মার্টিন দেল পোত্রো। অবিশ্বাস্য প্রত্যাবর্তনে অস্ট্রিয়ান ডমিনিক থিয়েমের বিপক্ষে দুই সেটে পিছিয়েও ঘুরে দাঁড়ান আর্জেন্টাইন তারকা। রোমাঞ্চকর ম্যাচটির ফলাফল ১-৬, ২-৬, ৬-১, ৭-৬ (৭-১), ৬-৪।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ৫ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ