ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

স্বদেশীর কাছে স্বপ্নভঙ্গ ভেনাসের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৭
স্বদেশীর কাছে স্বপ্নভঙ্গ ভেনাসের ছবি: সংগৃহীত

ঘরের মাটিতে ইউএস ওপেনে দীর্ঘ ১৬ বছরের শিরোপা খরা কাটানোর অপেক্ষাটা আরও দীর্ঘায়িত হলো ভেনাস উইলিয়ামসের। ছন্দপতন হলো ফাইনাল নিশ্চিতের ম্যাচে। অঘটনের শিকার হয়েছেন স্বদেশী তরুণীর কাছে।

সেমির প্রথম সেটেই ৬-১ গেমের দাপুটে জয়ে অভিজ্ঞ ভেনাসকে রীতিমতো চমকে দেন স্লোন স্টিফেন্স। দ্বিতীয় সেটটি ৬-০ গেমে উড়িয়ে দিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখান সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

কিন্তু ম্যাচ নির্ধারণী তৃতীয় সেটে প্রতিদ্বন্দ্বিতার পর ৭-৫ গেমের কষ্টার্জিত জয়ে ভেনাসকে লজ্জায় ডুবিয়ে স্বপ্নের ফাইনালে পা রাখেন ২৪ বছর বয়সী স্টিফেন্স।

.পরিষ্কার ফেভারিট হয়েও শেষ চার থেকেই বিদায় নিতে হলো ৩৬ বছর বয়সী ভেনাসকে। এবারের আসরে চার সেমিফাইনালিস্টই স্বাগতিক যুক্তরাষ্ট্রের। শিরোপা জয়ের লড়াইয়ে স্টিফেন্সের প্রতিপক্ষ ২২ বছর বয়সী ম্যাডিসন কিইস।

ম্যাডিসনও ‍অাছেন ফর্মের তুঙ্গে। বয়সে তিন বছরের বড় স্বদেশী কোকো ভান্ডেওয়েগকে স্রেফ উড়িয়ে দিয়েছেন। সরাসরি সেট ৬-১, ৬-২ গেমে জিতে অনায়াসেই সেমির বাধা পার করেন তিনি।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, ৮ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ