ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

শিরোপার লক্ষ্যে ফেদেরারের প্রতিপক্ষ দেল পোত্রো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
শিরোপার লক্ষ্যে ফেদেরারের প্রতিপক্ষ দেল পোত্রো ছবি:সংগৃহীত

ঘরের মাঠের টুর্নামেন্ট সুইস ইন্ডোর্সের ফাইনাল নিশ্চিত করেছেন রজার ফেদেরার। সেমিফাইনালে ডেভিড গফিনকে সরাসরি সেটে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নেন এই আসরে রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন। ফাইনালে তার প্রতিপক্ষ হুয়ান মার্টিন দেল পোত্রো।

শেষ চারের ম্যাচে কিংবদন্তি ফেদেরারের সামনে ছিলেন বেলজিয়ামের তারকা গফিন। তবে রেকর্ড গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরার ম্যাচটি সহজেই ৬-১, ৬-২ সেটে জিতে নেন।

এদিকে আরেক সেমিতে ইতালিয়ান মারিন চিলিসকে ৬-৪, ৬-৪ সেটে হারান আর্জেন্টাইন টেনিস তারকা দেল পোত্রো। চিলিস ছিলেন আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।

রোববার টুর্নামেন্টের ফাইনালে লড়বেন ফেদেরার ও দেল পোত্রো।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, ২৯ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ