ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

এটিপি ফাইনালসের সেমিফাইনালে ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
এটিপি ফাইনালসের সেমিফাইনালে ফেদেরার ছবি:সংগৃহীত

দুর্দান্ত লড়াইয়ের পর আলেকজান্ডার জেরেভকে হারালেন রজার ফেদেরার। জার্মানির টেনিসের নতুন বিস্ময় জেভরেভ অবশ্য আপ্রাণ লড়েছিলেন। কিন্তু পারলেন না সুইস কিংবদন্তিকে হারিয়ে চমক দিতে। এটিপি ফাইনালসের সেমিফাইনালে চলে গেলেন ফেদেরার।

এদিন ফেদেরারকে বেশ কষ্ট করেই জিততে হয়েছে জেরেভের বিরুদ্ধে। খেলা সমাপ্তি হয় ৭-৬ (৮-৬), ৫-৭, ৬-১ সেটে।

‘ও টু এরিনা’তে জেভরেভ দ্বিতীয় সেট জিতে অঘটন ঘটানোর সম্ভাবনা তৈরি করলেও শেষ পর্যন্ত ভক্তদের হতাশ করেননি ফেদেরার। মাঝেমধ্যে যদিও তাকে সেরা ছন্দে দেখা যায়নি।

এটিপি ফাইনালসে রাউন্ড রবিন পদ্ধতিতে খেলা হয়। চার জন করে খেলোয়াড়কে নিয়ে দু’টি গ্রুপ রয়েছে। সেই দু’টি গ্রুপ থেকে সেরা দু’জন খেলোয়াড় যাবেন সেমিফাইনালে। প্রথম ম্যাচে জ্যাক সককে হারানো ফেদেরারই এই টুর্নামেন্টে ফেভারিট, কারণ রাফায়েল নাদাল চোটের কারণে সরে দাঁড়িয়েছেন।  

নোভাক জকোভিচ, অ্যান্ডি মারে, স্তানন ওয়ারিঙ্কা ইনজুরির কারণে কোর্টে অনুপস্থিত।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, ১৬ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ