ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

রাজশাহীতে টেনিস প্রতিভা অন্বেষণ ২০ ডিসেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
রাজশাহীতে টেনিস প্রতিভা অন্বেষণ ২০ ডিসেম্বর

রাজশাহী: বাংলাদেশ টেনিস ফেডারেশন ও জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের যৌথ উদ্যোগে রাজশাহীতে টেনিস প্রতিভা অন্বেষণ শুরু হচ্ছে ২০ ডিসেম্বর। চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। 

জাফর ইমাম টেনিস কমপ্লেক্স সাধারণ সম্পাদক আককাস আলী সোমবার (১৮ ডিসেম্বর) বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

আককাস আলী বলেন, রাজশাহী জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের প্রশিক্ষণরত খেলোয়াড় ও রাজশাহীর বিভিন্ন স্কুলের ক্রীড়া অনুরাগী ছাত্র-ছাত্রীরা এতে অংশগ্রহণ করতে পারবে।

বাংলাদেশ টেনিস ফেডারেশন থেকে কর্মকর্তা ও কোচসহ টেনিস প্রতিভা অন্বেষণ কোর্সটি পরিচালনা করবেন।  

তিনি বলেন, এ প্রশিক্ষণ কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে রাজশাহীর স্কুলের বালক-বালিকাদের টেনিস খেলায় আগ্রহী করে তোলা। টেনিস অন্বেষণ ও প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. নূর-উর-রহমান।

এছাড়া ২১ ডিসেম্বর দুপুর আড়াইটায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহাবুবর রহমান।

এতে আগ্রহীদের অংশ নেওয়ার আহ্বান জানান জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের সাধারণ সম্পাদক আককাস আলী।

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ