ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

শেনজেন ওপেনের সেমিতে শারাপোভা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
শেনজেন ওপেনের সেমিতে শারাপোভা ছবি: সংগৃহীত

চীনে শেনজেন টেনিস ওপেনের প্রথম শিরোপা মিশনে আরও এক ধাপ এগিয়ে গেলেন মারিয়া শারাপোভা। কাজাখাস্তান তরুণী জারিনা ডিয়াসকে সরাসরি সেট ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে সেমিফাইনালে পা রেখেছেন রাশিয়ান আইকন।

কোনো অঘটন না হলে ফাইনালে বর্তমান বিশ্বসেরা সিমোনা হালেপের সামনে পড়বেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান শারাপোভা। যিনি বেলারুশের ১৯ বছর বয়সী আরিনা সাবালেঙ্কাকে ৬-২, ৬-২ গেমে উড়িয়ে দিয়ে কোয়ার্টারের বাধা পার করেন।

ছবি: সংগৃহীতশেষ চারে পাঁচবারের গ্র্যান্ডস্লাম জয়ী শারাপোভার প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের তরুণী ক্যাটেরিনা সিনিয়াকোভা। স্বদেশী বেলজিয়ান ইরিনা ক্যামেলিয়া বেগুকে মোকাবিলা করবেন হালেপ।

এটি শেনজেন ওপেনের ষষ্ঠ আসর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিনিয়াকোভা। এবার সেমিতে শারাপোভা চ্যালেঞ্জের সামনে তিনি। ২০১৫ সালে শিরোপা জিতেছিলেন হালেপ।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ৪ জানুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ