ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

নাদালের দাপুটে শুরু, ভেনাসের বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
নাদালের দাপুটে শুরু, ভেনাসের বিদায় নাদালের দাপুটে শুরু, ভেনাসের বিদায়-ছবি:সংগৃহীত

দাপটের সঙ্গে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন শুরু করলেন রাফায়েল নাদাল। ফলে আসরটির দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন গত মৌসুমে পুরুষদের রানারঅপ। তবে অঘটনের শিকার হয়েছেন গতবারের নারী রানারআপ ভেনাস উইলিয়ামস। মেয়েদের এককে প্রথম রাউন্ডেই হেরে বিদায় নিলেন তিনি।

গত নভেম্বর থেকে হাঁটুর চোটের কারণে কোনো টুর্নামেন্টে খেলেতে পারেননি নাদাল। তবে পুরুষের শীর্ষ এ তারকার কোনো রকম ছন্দপতন হয়নি।

মেলবোর্ন পার্কে সোমবার ডমিনিকান রিপাবলিকের ভিক্টর এস্ট্রেল্লা বুর্গসকে ৬-১, ৬-১, ৬-১ গেমে উড়িয়ে দেন ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী স্পেনের এই তারকা।

রজার ফেদেরারের কাছে গত আসরের ফাইনালে হেরে যাওয়া নাদাল দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার লিওনার্দো মায়েরের মুখোমুখি হবেন।

এদিকে প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়েছেন গত আসরের ভেনাস‍। সুইজারল্যান্ডের বেলিন্দা বেনচিচের কাছে সরাসরি ৬-৩, ৭-৫ গেমে হারেন পঞ্চম বাছাই যুক্তরাষ্ট্রের এই খেলোয়াড়।

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, ১৬ জানুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ