ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

জয়ের ধারা অব্যাহত রাখলেন শারাপোভা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
জয়ের ধারা অব্যাহত রাখলেন শারাপোভা ছবি:সংগৃহীত

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ডেও জয়ের ধারা অব্যাহত রাখলেন মারিয়া শারাপোভা। সরাসরি সেটে তিনি আনাস্তাসিজা সেভাস্তোভাকে হারান।

রাশিয়ান সুন্দরী সেভাস্তোভাকে প্রথম সেটে হারাতে মাত্র ২৩ মিনিট সময় নেন। যেখানে তিনি জয় পান ৬-১ ব্যবধানে।

তবে দ্বিতীয় সেটে ঘাম ঝড়াতে হয়। টাইব্রেকারে ৭-৬ (৭-৪) জিতে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন তিনি।

তৃতীয় রাউন্ডে শারাপোভার সম্ভাব্য প্রতিপক্ষ অ্যাঞ্জেলিক কেরবার। যিনি আবার ২০১৬ সালের চ্যাম্পিয়ন।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, ১৬ জানুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ