ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

নাদালের পর তৃতীয় রাউন্ডে জোকোভিচ-ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
নাদালের পর তৃতীয় রাউন্ডে জোকোভিচ-ফেদেরার ফেদেরার ও জোকোভিচ / ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ। ফেদেরার সরাসরি সেটের জয় পেলেও জোকোভিচকে শুরুতে ঘাম ঝরাতে হয়েছে। পিছিয়ে থেকে দুর্দান্তভাবেই ঘুরে দাঁড়ান গত বছরের জুলাইয়ে উইম্বলডন কোয়ার্টার ফাইনালের পর ইনজুরি কাটিয়ে এই ইভেন্ট দিয়ে প্রতিযোগিতামূলক টেনিসে ফেরা সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

জার্মানির জ্যান লেনার্ড স্ট্রাফকে ৬-৪, ৬-৪, ৭-৬ (৭-৪) গেমে হারিয়ে কোর্ট ছাড়েন ১৯ বারের গ্র্যান্ড স্লাম জয়ী ফেদেরার। শেষ ষোলো (চতুর্থ রাউন্ড) নিশ্চিতের ম্যাচে সুইস টেনিস কিংবদন্তির সামনে ফ্রান্সের রিচার্ড গাসকুয়েট।

যিনি ইতালির লরেঞ্জো সোনেগোকে দ্বিতীয় রাউন্ডে ৬-২, ৬-২, ৬-৩ গেমে উড়িয়ে দেন।

ফ্রেঞ্চ তারকা গায়েল মনফিলসের কাছে প্রথম সেটে ৪-৬ গেমে হেরে সমর্থকদের কপালে চিন্তার ভাঁজই ফেলে দিয়েছিলেন জোকোভিচ। দ্বিতীয় সেটে ছন্দ খুঁজে পান সার্বিয়ান আইকন। ৬-৩ গেমে ফেরেন সমতায়। পরের দুই সেট জিতে নেন ৬-১, ৬-৩ গেমে। তৃতীয় রাউন্ডের প্রতিপক্ষ স্প্যানিশ আলবার্ট রামোস ভিনোলাস। যুক্তরাষ্ট্রের টিম স্মাইসজেককে ৬-৪, ৬-২, ৭-৬ (৭-২) গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের বাধা পার করেন তিনি।

জোকোভিচ-ফেদেরারের আগেই তৃতীয় রাউন্ডে উঠেছেন স্প্যানিশ সুপারস্টার রাফায়েল নাদাল। আর্জেন্টাইন লিওনার্দো মায়ারকে সরাসরি সেট ৬-৩, ৬-৪, ৭-৬ (৭-৪) গেমে পরাজিত করেন। তৃতীয় রাউন্ডের প্রতিদ্বন্দ্বী বসনিয়ার দামির ডিজামহুর।  

সপ্তম অস্ট্রেলিয়ান ওপেন শিরোপার খোঁজে ১২ বারের গ্র্যান্ড স্লাম জয়ী জোকোভিচ। ফেদেরার জিতেছেন পাঁচবার। একবারই (২০০৯) বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে চ্যাম্পিয়নের অাসনে বসেন ১৬ বারের গ্র্যান্ড স্লাম বিজয়ী নাদাল। ইনজুরির কারণে এবারের আসর থেকে নাম প্রত্যাহার করে নেওয়া ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে পাঁচবার ফাইনাল খেলেও অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফি স্পর্শ করতে পারেননি।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ১৮ জানুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ