ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

শেষ ষোলোতে দুর্দান্ত নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
শেষ ষোলোতে দুর্দান্ত নাদাল ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ান ওপেনে ৯ বছরের শিরোপা খরা ঘোঁচাতে দুর্দান্ত গতিতে ছুটছেন গতবারের রানার্সআপ রাফায়েল নাদাল। টানা তিন ম্যাচেই সরাসরি সেটের জয় পেয়েছেন টেনিসের ওয়ার্ল্ড নাম্বার ওয়ান। পৌঁছে গেছেন শেষ ষোলোতে।

তৃতীয় রাউন্ডে বসনিয়ার দামির ডিজামহুরকে ৬-১, ৬-৩, ৬-১ গেমে উড়িয়ে দিয়ে কোর্ট ছাড়েন স্প্যানিশ আইকন। ম্যাচের ব্যাপ্তি ১ ঘণ্টা ৫০ মিনিট।

কোয়ার্টারে ওঠার লড়াইয়ে চতুর্থ রাউন্ডে আর্জেন্টাইন দিয়েগো শোয়ার্তজম্যানকে মোকাবিলা করবেন ১৬ বারের গ্র্যান্ড স্লাম জয়ী। যিনি উইক্রেনের আলেক্সান্ডার ডোল্গোপোলোভকে ৬-৭ (১-৭), ৬-২, ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডের বাধা পার করেন।

বর্ণাঢ্য ক্যারিয়ারে একবারই বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টাইটেল উঁচিয়ে ধরেন ৩১ বছর বয়সী নাদাল। ২০০৯ সালের পর আর অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফি ছোঁয়া হয়নি তার।

এখনো তৃতীয় রাউন্ডের ম্যাচে নামেননি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রজার ফেদেরার ও শিরোপার আরেক দাবিদার নোভাক জোকোভিচ। ইনজুরির কারণে এবারের আসরে খেলছেন না অ্যান্ডি মারে।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, ২০ জানুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ