ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

তৃতীয় রাউন্ডে শারাপোভার বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
তৃতীয় রাউন্ডে শারাপোভার বিদায় ছবি:সংগৃহীত

এবারের অস্ট্রেলিয়ান ওপেনে মারিয়া শারাপোভার কাছ থেকে সমর্থকদের অনেক আশা ছিল। তবে ডোপ কেলেঙ্কারি থেকে ফেরার পর দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামে খুব বেশি যেতে পারলেন না রাশিয়ান সুন্দরী। তৃতীয় রাউন্ডে অ্যাঞ্জেলিক কেরবারের বিপক্ষে সরাসরি সেটে হেরে বসলেন দু’বছর আগে এই অস্ট্রেলিয়ান ওপেনেই ডোপ টেস্টে পজিটিভ প্রমাণীত হওয়া শারাপোভা।

এই টুর্নামেন্টে নারী ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস না থাকায় ফেভারিটের তালিকায় শারাপোভা ওপরের দিকে ছিলেন। কিন্তু শনিবারের ম্যাচে জার্মান তারকা কেরবারের কাছে কোনো পাত্তা না পেয়ে মাত্র ৬৪ মিনিটেই হারেন।

ফলাফল ছিল ৬-১ ও ৬-৩।

এদিকে এবারের শিরোপার মুকুট কেরবারও পড়তে পারেন। এর আগে ২০১৬ সালের সুখস্মৃতিই তার আত্মবিশ্বাস যোগাচ্ছে। যেখানে সেরেনাকে হারিয়ে সেবার ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ২০ জানুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ