ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

অপরাজেয় ফেদেরারকে থামালেন পোত্রো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
অপরাজেয় ফেদেরারকে থামালেন পোত্রো ছবি: সংগৃহীত

বছরের শুরু থেকে টানা জয়ের রেকর্ড গড়া রজার ফেদেরার থামলের শিরোপা জয়ের ম্যাচে এসে! ক্যালিফোর্নিয়ায় ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের (বিএনপি পারিবাস ওপেন) প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে আর্জেন্টাইন তারকা হুয়ান মার্টিন দেল পোত্রোর বিপক্ষে শেষ পর্যন্ত আর ফেরে ওঠেননি ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

দুই সেট নিষ্পত্তি হয় টাইব্রেকারে। প্রথম সেটে ৪-৬ গেমে হেরে যান বর্তমান চ্যাম্পিয়ন ফেদেরার।

৭-৬ (১০-৮) গেমের কঠিন লড়াইয়ে সমতায় ফেরেন সুইস কিংবদন্তি। শিরোপা নির্ধারণী তৃতীয় সেট ৭-৬ (৭-২) গেমে জিতে প্রথমবারের মতো ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের ট্রফি উঁচিয়ে ধরেন পোত্রো। এর আগে ২০১৩ আসরে খেলেছিলেন ফাইনাল। সেবার রাফায়েল নাদালের বিপক্ষে এগিয়ে থেকেও স্বপ্নভঙ্গ হয়েছিল।

ফর্মের তুঙ্গে থাকা ৩৬ বছর বয়সী ফেদেরারের সামনে এই ইভেন্টে সর্বোচ্চ সংখ্যক শিরোপা জেতার হাতছানি ছিল। সমান পাঁচবার চ্যাম্পিয়নের আসনে বসেন নোভাক জোকোভিচ। এবার দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেন ইনজুরি কাটিয়ে ফেরা সার্বিয়ান আইকন। ফিটনেস ঘাটতির কারণে অংশ নেননি নাদাল ও অ্যান্ডি মারে।

ট্রফিময় বর্ণাঢ্য ক্যারিয়ারে এর চেয়ে দুর্দান্তভাবে বছর শুরু করতে পারেননি ফেদেরার। ২০১৮ সিজনে টানা ১৭ ম্যাচ জেতার রেকর্ড গড়েছেন ‘টেনিসের রাজা’। যা পঞ্জিকাবর্ষের শুরু থেকে তার সবচেয়ে বেশি টানা জয়ের কীর্তি। আরেকটি শিরোপা জয়ের মঞ্চে এসে পোত্রোর কাছে থামলেন ২০ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ১৯ মার্চ, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ