ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

নাদালের বিদায় দেখলেন বার্সা-রিয়ালের তারকারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, মে ১২, ২০১৮
নাদালের বিদায় দেখলেন বার্সা-রিয়ালের তারকারা ছবি: সংগৃহীত

ক্লাবের জার্সিতে এরা একে অপরের শত্রুই বটে। কিন্তু স্বদেশী টেনিস তারকা রাফায়েল নাদাল পাশাপাশি বসিয়ে দিলেন বার্সেলোনার জেরার্ড পিকে ও রিয়াল মাদ্রিদের লুকাস ভাজকুয়েজকে। মাদ্রিদ ওপেনে নাদালের খেলা দেখতে এসে বসেই নেই, খোশ-গল্পেও মাতলেন চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ফুটবলাররা।

এমন দিনে অবশ্য কোর্টের খেলা ভালো হয়নি পুরুষের শীর্ষ তারকা নাদালের। ক্লে কোর্টে টানা ২১ ম্যাচ জেতা রাফা কোয়ার্টার ফাইনালে ডমিনিক থিয়েমের কাছে ৭-৫ ও ৬-৩ গেমে হেরে বিদায় নেন।

রিয়ালের ভাজকুয়েজ ছাড়াও দলটির মার্কো ‍অ্যাসেনসিও এসেছিলেন নাদালের খেলা দেখতে। এছাড়া স্পেনের আরেক জায়ান্ট দল অ্যাতলেটিকো মাদ্রিদের গোলরক্ষক ইয়ান ওবালাক ও মিডফিল্ডার সল নিগেজ।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ১২ মে, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ