ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

জেভরেভকে হারিয়ে ইতালিয়ান ওপেন চ্যাম্পিয়ন নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৩ ঘণ্টা, মে ২১, ২০১৮
জেভরেভকে হারিয়ে ইতালিয়ান ওপেন চ্যাম্পিয়ন নাদাল ছবি: সংগৃহীত

ক্লে কোর্টের রাজা তিনি। কিন্তু ইতালিয়ান ওপেনের ফাইনালে পা প্রায় ফসকে গিয়েছিল রাফায়েল নাদালের। তিন সেটের লড়াই আলেকজান্ডার জেভরেভকে হারাতে বেগ পেতে হয়েছে পুরুষ টেনিসের শীর্ষ এই তারকার। বলা যায় বৃষ্টির কল্যাণে জয় তুলে নিয়েছেন তিনি।

এই আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মান তারকা জেভরেভের মুখোমুখি হয়েছিলেন নাদাল। প্রথম সেট অবশ্য ৬-১ ব্যবধানে জিতে নেন তিনি।

কিন্তু দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে ১-৬ ব্যবধানে জিতে জেভরেভ সমতায় ফেরেন। তৃতীয় সেটে ৩-১ ব্যবধানে এগিয়ে ছিলেন জেভরেভ, এমন সময় বৃষ্টি হানা দেয়।

পরে এই বৃষ্টিই সুফল বয়ে আনে পিছিয়ে থাকা নাদালের। শেষ পর্যন্ত তৃতীয় সেট ৬-৪ ব্যবধানে জিতে ইতালিয়ান ওপেনের শিরোপা উচিয়ে ধরেন স্প্যানিশ তারকা।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ২১ মে, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ