ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

সবার আগে কোয়ার্টারে নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৮
সবার আগে কোয়ার্টারে নাদাল রাফায়েল নাদাল-ছবি: সংগৃহীত

এমন একদিন আসবে, যখন কয়েকজন তরুণ মিলে রাফায়েল নাদাল, রজার ফেদেরার ও নোভাক জোকোভিচকে হটাবে। তবে চলমান যুক্তরাষ্ট্র ওপেনের অর্ধেক সময়ে এসে এই ত্রয়ীর রাজত্য বিরাজমান। রোববার যেমন প্রথম পুরুষ তারকা হিসেবে এই আসরের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেন স্প্যানিশ নাদাল।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের জিততে চার সেট লাগলেও খুব বেশি বেগ পেতে হয়নি। জর্জিয়ায় নিকোলোজ বাসিলাশভিলিকে প্রথম দুই সেটে ৬-৩ ও ৬-৩ গেমে সহজেই উড়িয়ে দেন।

তৃতীয় সেটে অবশ্য নাম্বার ওয়ান এ তারকা ৬-৭ গেমে হের যান। তবে চতুর্থ সেটে ৬-৪ গেমে জিতে শেষ আটে জায়গা করে নেন।

১৭টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল কোয়ার্টারে লড়বেন ডোমিনিক থিয়েমের বিপক্ষে। যেখানে থিয়েম গত উইম্বল্ডন ফাইনাল খেলা কেভিন অ্যান্ডারসনকে হারিয়ে শেষ আট নিশ্চিত করে।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ০৩ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ