ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

যুক্তরাষ্ট্র ওপেনে আরেক তারকার পতন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
যুক্তরাষ্ট্র ওপেনে আরেক তারকার পতন মারিয়া শারাপোভা-ছবি: সংগৃহীত

নিষেধাজ্ঞা থেকে ফিরে নিজের প্রথম গ্র্যান্ড স্ল্যামে ‍শুরুটা ভালো করেছিলেন মারিয়া শারাপোভা। তবে চতুর্থ রাউন্ডে এসে ছন্দ পতন হলো। সরাসরি সেটে হেরে গেলেন কারলা সুয়ারেজ নাভারোর বিপক্ষে। বাতির আলোয় টানা ২৩ ম্যাচ জেতার পর যুক্তরাষ্ট্র ওপেনে হেরে গেলেন রাশিয়ান সুন্দরী।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে ফ্ল্যাশিং মিডোসে খেলতে নেমেছিলেন ৩১ বছর বয়সী শারাপোভা। তবে এক বছরের ছোট নাভারো নিজের ৩০তম জন্মদিনে রাঙিয়ে দিলেন।

জিতে নেন ৬-৪, ৬-৩ গেমে।

এই আসরে প্রথম রাউন্ডে বিদায় নিয়ে অঘটনের শিকার হয়েছিলেন নারী তারকা সিমোনা হালেপ। আর পুরুষদের মধ্যে অ্যান্ডি মারে ও রজার ফেদেরারও বাদ পড়েছেন।  

এদিকে অন্য ম্যাচে আরায়ান সাবালেঙ্কাকে ৬-৩, ২-৬ ও ৬-৪ গেমে হারিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে উঠলেন নাওমি ওসাকা।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, ০৪ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ