ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

যুক্তরাষ্ট্র ওপেনের সেমিফাইনালে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৮
যুক্তরাষ্ট্র ওপেনের সেমিফাইনালে জোকোভিচ যুক্তরাষ্ট্র ওপেনের সেমিফাইনালে জোকোভিচ-ছবি: সংগৃহীত

নোভাক জোকোভিচ হয়তো শঙ্কা নিয়েই কোর্টে নেমেছিলেন। কেননা যুক্তরাষ্ট্র ওপেনের কোয়ার্টার ফাইনালে তার প্রতিপক্ষ ছিল কিংবদন্তি রজার ফেদেরারকে বিদায় করা জন মিলম্যান। তবে সরাসরি সেটে জিতেই নিশ্চিত করেন আসরটির সেমিফাইনাল।

সরাসরি সেটে হারলেও লড়াই করতে দেখা গেছে মিলম্যানকে। প্রচণ্ড গরমের মধ্যে এ ম্যাচে সার্বিয়ান তারকা জোকোভিচ ৬-৩, ৬-৪ ও ৬-৪ গেমে জিতে নেন।

যেখানে ম্যাচটিতে সময় লেগেছে প্রায় তিন ঘণ্টা।

শেষ চারের ম্যাচে জোকার খ্যাত সাবেক পুরুষ টেনিসের শীর্ষ তারকা লড়বেন জাপানের কেই নিশিকোরির বিপক্ষে। এই নিশিকোরির বিপক্ষেই ২০১৪ সালে সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছিলেন জোকোভিচ।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ০৬ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ