ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

মাত্র ৩৭ মিনিটেই শিরোপা জিতে নিলেন জোকোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
মাত্র ৩৭ মিনিটেই শিরোপা জিতে নিলেন জোকোভিচ নোভাক জোকোভিচ। ছবি: সংগৃহীত

বেশ কিছুদিন ছিলেন টেনিস কোর্টের বাইরে। অস্ত্রোপচার করে কোর্টে ফিরে যেন আরও দুর্দান্ত হয়ে উঠেছেন নোভাক জোকোভিচ। চলতি মৌসুমেই জেতেন দুটি গ্র্যান্ড স্ল্যাম- উইম্বলডন ও ইউএস ওপেন। আর সাংহাই মাস্টার্স ফাইনালে তো রীতিমতো চমকে দেন টেনিস প্রেমিদের। 

মাত্র ৩৭ মিনিটে ক্রোয়েশিয়ার বোরনা চোরিচকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে শিরোপা জিতে নিলেন। এ নিয়ে চতুর্থ সাংহাই মাস্টার্স কাপের শিরোপা তুলে ধরলেন ‘জোকার’।

প্রতিপক্ষ বোরনার বিপক্ষে শুরু থেকেই দাপটের সঙ্গে খেলেন সার্বিয়ান তারকা জোকোভিচ। ৩১ বছর বয়সী এই টেনিস তারকার সামনে এদিন অনেকটা অসহায়ই দেখা যায় র‍্যাংকিংয়ে ১৩ নম্বরে থাকা বোরনাকে। কোনও প্রতিরোধই গড়তে পারেননি।

এই শিরোপা জয়ে টেনিসের নতুন র‍্যাংকিংয়ে রজার ফেডেরারকে পিছনে ফেলে ২ নম্বরে উঠে এলেন জোকোভিচ। এক নম্বরে আছেন রাফায়েল নাদাল।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ