ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

একতরফা জয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
একতরফা জয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে নাদাল রাফায়েল নাদাল-ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রান্সেস টিফোকে উড়িয়ে দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পা রেখেছেন দ্বিতীয় বাছাই রাফায়েল নাদাল।

অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ এককের কোয়ার্টার ফাইনালে টিফোকে ৬-৩, ৬-৪, ৬-২ গেমে হারিয়েছেন নাদাল।  

সেমিফাইনালে ১৪তম বাছাই গ্রিসের স্টেফানোস সিৎসিপাসের মুখোমুখি হবেন ১৭টি গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী ‘রাফা’।

একইদিন নাদালের স্বদেশী রবের্তো বাতিস্তা আগুতকে ৭-৫, ৪-৬, ৬-৪, ৭-৬ (৭-২) গেমে হারিয়ে গ্রিক টেনিস খেলোয়াড়দের মধ্যে প্রথম শেষ চারে পা রাখার কীর্তি গড়েছেন রজার ফেদেরারকে হারিয়ে চমকে দেওয়া সিৎসিপাস।

ইনজুরির কারণে গত অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেন থেকে নিজেকে সরিয়ে নেওয়া নাদালের জন্য এই জয় বিশেষ কিছু। টিফোর বিপক্ষে কোনো সেট না হারা তার শারীরিক সামর্থ্যের জানান দিচ্ছে। তার প্রতিপক্ষদের জন্য এ এক সতর্কবার্তা।

এবার নিয়ে উন্মুক্ত যুগে ষষ্ঠবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে পৌঁছে টেনিস গ্রেট আন্দ্রে আগাসি ও অবসরের ঘোষণা দেওয়া অ্যান্ডি মারের কীর্তিতে ভাগ বসিয়েছেন স্প্যানিশ টেনিস তারকা নাদাল। ১৪ বার সেমিতে পৌঁছানো ফেদেরার এবার আগেই বিদায় নিয়েছেন।  

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ