ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

ফ্রেঞ্চ ওপেনে জয়ে শুরু জোকোভিচ-নাদালের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, মে ২৮, ২০১৯
ফ্রেঞ্চ ওপেনে জয়ে শুরু জোকোভিচ-নাদালের ফ্রেঞ্চ ওপেনে জয়ে শুরু জোকোভিচ-নাদালের-ছবি:সংগৃহীত

ফ্রেঞ্চ ওপেন টেনিসে পুরুষ এককের প্রথম রাউন্ডে জয় পেয়েছেন শীর্ষ দুই তারকা নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদাল। পোল্যান্ডের হুবার্ট হুরকার্জকে ৩-০ সেটে হারিয়েছেন সার্বিয়ান তারকা জোকোভিচ। ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখান তিনি। প্রথম সেট ৬-৪ গেমে জিতে নেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান। এরপর দ্বিতীয় ও তৃতীয় সেটেও আধিপত্য ধরে রেখে ৬-২, ৬-২ গেমে জিতে দ্বিতীয় রাউন্ডে ওঠেন জোকোভিচ।

আরেক ম্যাচে ইয়ানিক হান্ফম্যানকে ৬-২, ৬-১, ৬-৩ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে র‌্যাংকিংয়ের দুই নম্বরে থাকা স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল।

নারী এককে প্রথম রাউন্ডে রাশিয়ার ভিটালিয়া ডিয়াচেনকোকে ২-১ সেটে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস।

প্রথম সেটে সেরেনাকে ৬-২ গেমে হারান ডিয়াচেনকো। এরপরই ঘুড়ে দাঁড়ান এই মার্কিন তারকা। ৬-১, ৬-২ গেমে দ্বিতীয় ও তৃতীয় সেট জিতে পরের রাউন্ডে ওঠেন সেরেনা।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘন্টা, মে ২৮, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ