ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে হালেপ-ওসাকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, মে ২৯, ২০১৯
ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে হালেপ-ওসাকা ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে হালেপ-ছবি:সংগৃহীত

ফ্রেঞ্চ ওপেন টেনিসে প্রথম রাউন্ডে জয় পেয়েছেন সিমোনা হালেপ ও নাওমি ওসাকা । অস্ট্রেলিয়ার টমজানোভিককে ২-১ সেটে হারিয়েছেন রোমানিয়ার হালেপ। ম্যাচের প্রথম সেটে আধিপত্য দেখান র‌্যাংকিংয়ের তিন নম্বরে থাকা এই রোমানিয়ান।

৬-২ গেমে প্রথম সেট জিতেও নেন তিনি। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান টমজানোভিক।

৬-৩ গেমে হালেপকে হারিয়ে ১-১ সেটে সমতায় ফেরেন এই অস্ট্রেলিয়ান। তৃতীয় সেটে অবশ্য টমজানোভিককে আর সুযোগ দেননি হালেপ। ৬-১ গেমের দাপুটে জয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন ওয়ার্ল্ড নাম্বার থ্রি।

আরেক ম্যাচে স্লোভাকিয়ার স্মিদিয়েলভকে ২-১ সেটে হারিয়েছেন শীর্ষ বাছাই নাওমি ওসাকা। প্রথম সেটে ৬-০ সেটে হেরে যান তিনি। দ্বিতীয় সেটে অবশ্য ঘুরে দাঁড়ান ওসাকা। কিন্তু লড়াই করতে হয় তাকে। টাইব্রেকারে ৭-৬ গেমে জিতে ম্যাচে সমতায় ফেরেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

এরপর তৃতীয় সেটে ওসাকার কাছে আর পাত্তা পাননি স্মিদিয়েলভক। ৬-১ গেমের সহজ জয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন ওসাকা।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘন্টা, মে ২৯, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ