ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে ফেদেরার-নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, জুন ৩, ২০১৯
ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে ফেদেরার-নাদাল সুইস তারকা রজার ফেদেরার-সংগৃহীত

ফ্রেঞ্চ ওপেন টেনিসে পুরুষ এককে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন রজার ফেদেরার ও রাফায়েল নাদাল। রাউন্ড অব সিক্সটিনে প্যারিসের রোঁলা গারো’র ক্লে-কোর্টে আর্জেন্টিনার হুয়ান লোনডেরোকে ৩-০ সেটে হারিয়েছে স্প্যানিশ তারকা নাদাল।

পুরো ম্যাচ জুড়েই আধিপত্য দেখান এই স্প্যানিশ তারকা। ৬-২ গেমে প্রথম সেট জিতে নেন তিনি।

দ্বিতীয় ও তৃতীয় সেটেও আধিপত্য ধরে রাখেন নাদাল। ৬-৩, ৬-৩ গেমে সেট জিতে ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন ৩৩ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড।

আরেক ম্যচে আর্জেন্টিনার লিওনার্দো মায়েরকে সরাসরি সেটে হারিয়েছেন সুইজারল্যান্ডের তারকা ফেদেরার। মায়েরকে কোন রকম সুযোগই দেন নি তিনি। ৬-২, ৬-৩, ৬-৩ গেমে মায়েরকে হারিয়ে কোয়ার্টা ফাইনালে ওঠেন ৩৭ বছর বয়সী নাদাল।

বাংলালাদেশ সময়: ১৫৩৬ ঘন্টা, জুন ০৩, ২০১৯
আরএআর/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ