ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

উইম্বলডনের সেমিতে সেরেনা 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯
উইম্বলডনের সেমিতে সেরেনা  সেরেনা উইলিয়ামস: ছবি-সংগৃহীত

আমেরিকার অ্যালিসন রিস্কেকে হারিয়ে উইম্বলডনের সেমিফাইনালে ওঠেছেন সেরেনা উইলিয়ামস।

মার্কিন কৃষ্ণকলি রিস্কেকে হারিয়েছেন ৬-৪, ৪-৬ ও ৬-৩ গেমে। ২৩টি গ্রান্ড স্লামের মালিক এর আগে সাতবার উইম্বলডন গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে খেলেছেন।

 

২০১৭ সালের জানুয়ারির পর এই প্রথমবার আরেকটি গ্র্যান্ড স্ল্যাম ফাইনালের পথে সেরেনা। ৩৭ বছর বয়সী টেনিস সেনসেশন ফাইনালে ওঠার পথে প্রতিপক্ষ হিসেবে পেতে পারেন বৃটিশ তারকা জোহান্না কন্তা বা চেক প্রজাতন্ত্রের বারবোরা স্ট্রেরিকোভাকে।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৯ 
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ